বিনোদন ডেস্ক:
পর্দার জুটি থেকে জীবনে জুটি বেঁধেছেন পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোসেন এবং মডেল ও অভিনেতা আমির জিলানি। বিয়ের পর এবার ‘ওয়ালিমা’র ছবি প্রকাশ্যে এনেছেন এই জুটি।
৫ ফেব্রুয়ারি বিয়ের পর ৯ ফেব্রুয়ারি ইসলামাদে মাওরা ও আমিরের ‘ওয়ালিমা’র আয়োজন ছিল। এদিন শুভ্র সাজে ক্যামেরায় ধরা দেন এই তারকা জুটি।
৫ ফেব্রুয়ারি বিয়ের পর ৯ ফেব্রুয়ারি ইসলামাদে মাওরা ও আমিরের ‘ওয়ালিমা’র আয়োজন ছিল। এদিন শুভ্র সাজে ক্যামেরায় ধরা দেন এই তারকা জুটি।
রূপালি ও উজ্জ্বল–ধূসর রঙের ম্যাক্সিতে দেখা গেছে মাওরাকে। এদিন মাওরার সঙ্গে মিলিয়ে স্যুট ও প্যান্ট পরেন আমির
রূপালি ও উজ্জ্বল–ধূসর রঙের ম্যাক্সিতে দেখা গেছে মাওরাকে। এদিন মাওরার সঙ্গে মিলিয়ে স্যুট ও প্যান্ট পরেন।