ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত-১০ দোকান-পাঠ ভাংচুর ও লুটপাট
সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকের ইসলামপুর ইউনিয়নের লুবিয়া ও বনগাঁও গ্রাম বাসীর মধ্যের সংঘর্ষে কমপক্ষে ১০ ব্যাক্তি আহত হয়েছেন। গুরুতর আহত বনগাঁও গ্রামের মানিক মিয়া-কে ও লুবিয়া গ্রামের দিলোয়ার হোসেন, মুক্তার হোসেন-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন উভয় পক্ষের আরো অনেকেই আহত হয়েছেন। তবে কোন হাসপাতালে নেয়া হয়েছে তা তারা বলতে পারেন নি। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০ টার দিকে ইছামতী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায়-দফায় সংঘর্ষ, হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে দুই পক্ষের মধ্যে। বিজিবি, পুলিশ ও এলাকাবাসীর হস্তক্ষেপে সংঘর্ষ থামানো হয়েছে।ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
সংঘর্ষের সময় ইছামতী বাজারের কয়েকটি দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। একটি পক্ষের প্রতিবন্ধকতায় ইছামতী বাজারের ব্রিজে গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরণ ঘটিয়ে এবং ডিজেল দিয়ে ব্রিজের উপর আগুন লাগানো হয়েছে।
স্থানীয় একটি সুত্র জানিয়েছে, এলসি’র চুনাপাথর ব্যবসার টাকা লেন-দেন নিয়ে রাত লুবিয়া গ্রামের কামরুজ্জামান ও বনগাঁও গ্রামের ফজল করিমের মধ্যে কথা কাটা-কাটি নিয়ে প্রথমে হামলা-পাল্টা হামলা এবং পরে দুই গ্রামবাসীর সংঘর্ষ হয়।
সংঘর্ষের সুত্রপাতের ঘটনা নিয়ে ভিন্ন-ভিন্ন মত প্রকাশ করেন বনগাঁও গ্রামের ফজল করিম ও লুবিয়া”র কামরুজ্জামান।তারা দিয়েছেন পাল্টা- পাল্টি বক্তব্য।##