শিরোনাম
সিলেটে ভাই হয়ে বোনের কাছে বিশ লক্ষ টাকা চাঁদা দাবি, শংকিত প্রবাসী পরিবার ! পীরগঞ্জে স্কুল শিক্ষকের রাজস্বীক বিদায় ছাতকে ভারতীয় চিনি সহ এক চোরাকারবারি গ্রেফতার  মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক”অমল”গ্রেফতার শাল্লায় বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে  গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্তে এস আই রাকিবের তত্বাবধানে বেপরোয়া চোরাচালান বানিজ্য একাধিক মামলার আসামি শুটার হান্নান কারাগারে সিলেটে পরিবেশগত কারণে কোয়ারির ইজারা স্থগিত দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার  সীমান্ত এলাকা থেকে ১১টি ভারতীয় গরু আটক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

ট্রাম্পের অর্থসহায়তা স্থগিত, সংকটে ৬,২০০ সাংবাদিক ও ৭০৭ সংবাদমাধ্যম

স্টাফ রিপোর্টার / ৮৮ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএআইডি ২০২৩ সালে ৬,২০০ জন সাংবাদিক, ৭০৭টি স্বাধীন সংবাদমাধ্যম ও ২৭৯টি মিডিয়া-কেন্দ্রিক এনজিওকে সহায়তা দিয়েছে।

Advertisement

বৃহস্পতিবার রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

তবে চলতি বছরের শুরুতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই এসব অর্থসহায়তা স্থগিত ঘোষণা করেন ট্রাম্প। যা স্বাধীন গণমাধ্যমের জন্য বিপদ সংকেত বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

আরএসএফ জানায়, ২০২৫ সালের মার্কিন বৈদেশিক সহায়তা বাজেটে ২৬৮.৪ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছিল। যা স্বাধীন গণমাধ্যম এবং মুক্ত তথ্যপ্রবাহের জন্য বরাদ্দ করা হয়।

এই তহবিল থেকে বড় ও ছোট- উভয় সংবাদমাধ্যম ও সাংবাদিকদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হতো। বিশেষ করে দমন-পীড়ন ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করা সাংবাদিক ও প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সহায়তা ছিল। যা এখন চরম সংকটে পতিত হয়েছে।

আরএসএফ জানায়, ইউক্রেন যুদ্ধে স্বাধীন সংবাদমাধ্যমের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রধান অনুদানদাতা ছিল ইউএসএআইডি। যুদ্ধের ফলে ইউক্রেনের গণমাধ্যম চরম সংকটে পড়ে। অন্তত ৯০ শতাংশ ইউক্রেনীয় সংবাদমাধ্যম আন্তর্জাতিক অনুদানের ওপরেই নির্ভরশীল। সেখানে আগামী তিন বছরে পুনর্গঠনের জন্য অন্তত ৯৬ মিলিয়ন ডলার প্রয়োজন।

ট্রাম্পের সিদ্ধান্ত ও তার প্রভাব

এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক অর্থসহায়তা স্থগিত করায় সাংবাদিক, সংবাদমাধ্যম ও এনজিওগুলো এখন অভূতপূর্ব অনিশ্চয়তার সম্মুখীন। কয়েকটি ইউক্রেনীয় সংবাদমাধ্যম ইতোমধ্যেই কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। তারা এখন বিকল্প অর্থায়নের উৎস খুঁজছে, যা সম্পাদকীয় স্বাধীনতাকে হুমকির মুখে ফেলতে পারে।

এহেন সংকটে আরএসএফ সতর্কবার্তা দিয়ে বলেছে, এই তহবিল স্থগিত হলে অনেক সংবাদমাধ্যম অর্থনৈতিক সংকটে পড়ে বন্ধ হয়ে যেতে পারে। এমনকি বিকল্প তহবিলের উৎসের কারণে সাংবাদিকতা রাজনৈতিকভাবে প্রভাবিত হতে পারে। সেই সঙ্গে বিশ্বব্যাপী মতপ্রকাশের স্বাধীনতা দুর্বল হয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ