শিরোনাম
মোহনপুরে পূর্ব বিরোদের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, আহত ৬ ছাতকে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন   দোয়ারাবাজারে দোহালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা আনু গ্রেফতার   ছাতকের কৃতি সন্তান আহমেদ মাহবুব লাজীম লন্ডনের হ্যারিংগি কাউন্সিলের মেয়র  বিদ্যালয়ে উপস্থিত না হয়েও হাজিরা খাতায় স্বাক্ষর করছেন নিওমিত চন্দ্রগঞ্জ বাজারে ড্রেনেজ ব্যবস্থা ও পয়নিস্কাশনের উদ্যোগ, বাজার ব্যবস্থাপনা কমিটির কুড়িগ্রামের উলিপুরে অসুস্থ গরু জবাই করে বিক্রির অভিযোগে কসাইসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কুড়িগ্রাম পৌরসভার ড্রেন দখল করে স্থাপনা নির্মাণ, পৌরসভার অপসারণ কাজে বাঁধা নগরীর বালুচরে পশুরু হাট না বসানোর দাবিতে চারটি সংস্থার গণ সাক্ষরে আবেদন  রাজবাড়ীতে আম গাছ থেকে পড়ে প্রাণ গেল প্রবাসীর স্ত্রীর
বুধবার, ২১ মে ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সীমান্তে পাহাড়ি ঢল, কয়লা কুড়াতে শ্রমজীবী মানুষের হিড়িক। 

স্টাফ রিপোর্টার / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি :

ভারতের মেঘালয়ের পাহাড়ি ঢলের পানিতে বালির সঙ্গে ভেসে আসা কয়লা কুড়াতে হিড়িক পড়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায়।

(১৯ মে সোমবার) রাতভর ভারতের মেঘালয় রাজ্যে টানা ভারী বৃষ্টিপাত হয়েছে। ঢলের পানি সীমান্ত হয়ে যাদুকাটা নদী, কলাগাঁও, লাকমা, বড়ছড়া ও চারাগাঁও ছড়া দিয়ে নেমে আসে। এ পানির সঙ্গে ভেসে আসে বালিমিশ্রিত কয়লা ও পাথর।

(২০ মে) মঙ্গলবার সকাল থেকে এসব কয়লা ও পাথর কুড়াতে স্থানীয় শ্রমজীবী নারী-পুরুষের ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। কেউ বেলচা, কোদাল, চালুনি কিংবা মাছ ধরার ছোট জাল হাতে নিয়ে নেমে পড়েছেন কয়লা কুড়াতে।

ঢলের পানি থেকে কয়লা কুড়ানোর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি ও ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন অনেকে। একটি ভিডিওতে দেখা গেছে, নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও এই কাজে ব্যস্ত।

স্থানীয়রা জানান, এসব কয়লা সংগ্রহ করে শ্রমিকেরা বস্তায় ভরে বাড়িতে নিয়ে রাখেন। স্থানীয়ভাবে এগুলোকে ‘বাংলা কয়লা’ বলা হয়। পরে এক শ্রেণির ব্যবসায়ী শ্রমিকদের কাছ থেকে এসব কয়লা কিনে নেন। একজন শ্রমিক দিনে গড়ে ৩-৪ বস্তা কয়লা সংগ্রহ করতে পারেন। প্রতিটি বস্তা ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়।

উপজেলার বড়ছরা গ্রামের বাসিন্দা রাহিম উদ্দিন বলেন,‘’এই সময়টাতে উজান থেকে ঢলের পানিতে প্রচুর কয়লা ভেসে আসে। অনেকে এই কয়লা কুড়িয়ে কিছুটা রোজগারের সুযোগ পান।তবে সমস্যা হয়,যখন এগুলো বিক্রি করতে যান। তখন প্রশাসনের বাধার মুখে পড়তে হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ