শিরোনাম
পটিয়ায় তেলবাহী মিনি ভ্যান ছিনতাই: মূল দুই আসামি গ্রেফতার শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকের চালান আটক। সিলেটের গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে হরিরামপুরে অধ্যাপক আব্দুল হামিদ মিয়ার পক্ষ হতে ৩১দফার লিফলেট বিতরণ।  বংশ পরস্পরায় ফলের মালা পড়িয়ে কালী মায়ের পূজো হচ্ছে ৫০ বছর ধরে, আর এটাই রীতি । কর্ম ক্ষেত্রে সিলেট আমার দ্বিতীয় জন্মভূমি – সহকারী পুলিশ সুপার জামশেদ আলম  হরিরামপুরে পূর্বখলিলপুর গ্রামে জয়নালের বাড়িতে চুরি,আতঙ্কে এলাকাবাসী।  জামালগঞ্জের সাচনা বাজারে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল কলকাতার বাবুঘাটে চলছে, জাগ্রত চামুন্ডা কালী সহ অন্যান্য কালী প্রতিমার বিসর্জন।
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

সুনামগঞ্জের ধর্মপাশায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,ঘাতক আটক

স্টাফ রিপোর্টার / ২২ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জের ধর্মপাশায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,ঘাতক আটক

 

সুনামগঞ্জ প্রতিনিধি::: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদের পাশে আদালত চত্ত্বরের সামনে পাসান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টার দিকে ধর্মপাশা উপজেলা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আহত নারীর নাম শরিফা আক্তার (২৮)। তাঁর তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে, নাম আরবি। শরিফা আক্তারের স্বামী মোঃ আক্তার হোসেন (৪০), পিতা হেকিম মির্জা, ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ও স্রীর মধ্যে অনেক দিন যাবত মামলা চলছিল আদালতে। শরিফা আক্তার আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন। এ সময় তাঁর স্বামী আক্তার হোসেন পিছন থেকে এসে হঠাৎ করে শরিফার শরীরের পেছনে পিঠে ছুরি দিয়ে আঘাত করেন, এতে তিনি গুরুতর জখম হয়ে মাঠিতে লুটিয়ে পড়েন । স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে ধর্মপাশা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা খারাপ দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে বিকেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর আক্তার হোসেন পালানোর চেষ্টা করলে জনগন আক্তার হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ব্যাপারে ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে পূর্বের একটি মামলার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।##


এই ক্যাটাগরির আরো সংবাদ