সুনামগঞ্জের ধর্মপাশায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,ঘাতক আটক
সুনামগঞ্জ প্রতিনিধি::: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদের পাশে আদালত চত্ত্বরের সামনে পাসান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টার দিকে ধর্মপাশা উপজেলা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহত নারীর নাম শরিফা আক্তার (২৮)। তাঁর তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে, নাম আরবি। শরিফা আক্তারের স্বামী মোঃ আক্তার হোসেন (৪০), পিতা হেকিম মির্জা, ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ও স্রীর মধ্যে অনেক দিন যাবত মামলা চলছিল আদালতে। শরিফা আক্তার আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন। এ সময় তাঁর স্বামী আক্তার হোসেন পিছন থেকে এসে হঠাৎ করে শরিফার শরীরের পেছনে পিঠে ছুরি দিয়ে আঘাত করেন, এতে তিনি গুরুতর জখম হয়ে মাঠিতে লুটিয়ে পড়েন । স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে ধর্মপাশা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা খারাপ দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে বিকেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর আক্তার হোসেন পালানোর চেষ্টা করলে জনগন আক্তার হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ব্যাপারে ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে পূর্বের একটি মামলার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।##
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin