শিরোনাম
মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ছাতক থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৫ জন ছাতকের চরমহল্লা ইউনিয়নের জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রবাসীর দেয়া অর্থায়নে ছাতা বিতরণ ছাতকের একটি বিদ্যালয়ে দিন-দুপুরে চুরি জনতা চোরকে আটক করে পুলিশে সোপর্দ ছাতকে পলাতক আসামী রুবেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ সুনামগঞ্জের জামালগঞ্জের ভাটি লালপুর গ্রামবাসীর উপর পুলিশ সদস্য কর্তৃক উদ্দেশ্যমূলক হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মানিকগঞ্জে পারফরম্যান্স বোজড ফর সেকেন্ডারি ইন্সটিটিউটশন স্ক্রিম,এসইডিপি উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরন। বিমান দুর্ঘটনায় নিহত মাসুমার সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা ছাতকে শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু সুন্দরের তিন দিন ব্যাপী শুভ আবির্ভাব উৎসব শুরু অবশেষে বিএনপির কমিটি থেকে বাদ পড়লেন সেই আওয়ামীলীগ নেতা
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন

বিসিএসআইআর বিজ্ঞান মেলায় নজর কেড়েছে সোহরাওয়ার্দী কলেজের বিজ্ঞান ক্লাব 

স্টাফ রিপোর্টার / ১৭৭ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

 

বাংলাদেশ বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদ ( বিসিএসআইআর) এর আনুষ্ঠানিকতায় বিজ্ঞান ও শিল্প প্রযুক্তির মেলা ২০২৫ অংশগ্রহন করেছে “বিজ্ঞান ক্লাব” সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

মেলায় নানা ধরনের আবিষ্কার প্রদর্শনী হয়েছে তার মধ্যে বিজ্ঞান ক্লাবের আবিষ্কার “Producing Electricity From Geothermal Energy”। জানা যায়, এতে করে ইলেকট্রিসিটি খুবই সাশ্রয়ী হবে এবং ইলেকট্রিসিটি তৈরি করতে যে জ্বালানি অপচয় হয় তা কমে আসবে। তাই প্রজেক্ট “Producing Electricity From Geothermal Energy” এর প্রতি বাড়তি নজর ছিল সবার এবং বিসিএসআইআর কর্তৃপক্ষ থেকে তাদের দুইটি সার্টিফিকেট প্রদান করেন।

এই প্রজেক্টে সহায়তা করেছে যুব রেড ক্রিসেন্ট দল সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং নেতৃত্ব দিয়েছে “বিজ্ঞান ক্লাব”। প্রজেক্ট তৈরিতে ছিলেন মোঃ আতিকুল ইসলাম মমিন,জিহাদ বিন জাকির,শুভন,তামিম,রবিউল মোল্লা,আহাদ বিন মোশারফ,আল হাসিব।

এ বিষয়ে বিজ্ঞান ক্লাবের কো অর্ডিনেটর মোঃ আতিকুল ইসলাম মমিন বলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর ২৪,২৫ ও ২৬ ফেব্রুয়ারি এই ৩ দিন ব্যাপি “বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা ২০২৫ ” এ আমরা অংশগ্রহণ করতে পেরেছি।এরকম একটা জাতীয় পর্যায়ের মেলাতে অংশগ্রহণ করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।যেখানে সারাদেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবগুলো অংশগ্রহণ করেছে।আমাদের ক্লাবের মেধাবী সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা একটি প্রজেক্ট তৈরি করতে পেরেছি আর সেটি হলো Producing Electricity from Geothermal Energy. আর তাতে বিজ্ঞান ক্লাবের সকল সদস্যদের অবদান ছিল অতুলনীয়। সর্বোপরি আমাদের সম্মানিত মডারেটর ড. সামসুন নাহার ম্যাম আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে ফলশ্রুতিতে আমি এটি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি।

প্রজেক্টটি বাস্তবায়ন হলে আমাদের দেশের বৈদ্যুতিক সংকট দূর হবে ইনশাআল্লাহ,সাথে জ্বালানির ব্যবহার কমবে এবং সর্বোপরি পরিবেশ দূষণ অনেকাংশেই কমে যাবে। মেলায় উপস্থিত হওয়া সকল বিজ্ঞানীগন ও দর্শনার্থীরা এই প্রজেক্টটির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এবং আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন।বিজ্ঞান ক্লাবের উদীয়মান বিজ্ঞানীদের জন্য সামনে আরো অনেক চমক আনার চেষ্টায় আছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ