টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি: বিশ্ব ঐতিহ্যের অংশ ও দেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে স্বীকৃত টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক ভারসাম্য, পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় তাহিরপুর উপজেলা পরিষদ হল রুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলোয়ার হোসেন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, সহঃ সাধারণ সম্পাদক কামাল হোসেন রাফি,সাংগঠনিক সম্পাদক আহমেদ কবির, সামছুল ইসলাম আখন্জি,কোষাধ্যক্ষ আব্দুল আলীম, সাংবাদিক সৈকত হাসান, তৌহিদুল ইসলাম, আবুল কাসেম,রাজু আহমেদ রমজান,বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতনিধি ও হাওর ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয়, এটি আমাদের জীবন-জীবিকার উৎস। এখানে শীত মৌসুমে হাজারো পরিযায়ী পাখির আগমন ঘটে, মাছ ও জলজ উদ্ভিদের বিপুল বৈচিত্র্য বিদ্যমান। তাই হাওরের পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণ, প্রশাসন ও পরিবেশবাদী সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, টাঙ্গুয়ার হাওর আমাদের জাতীয় সম্পদ। এ হাওর রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। অবৈধ মাছ ধরা, বৃক্ষনিধন ও বর্জ্য ফেলা বন্ধে প্রশাসন কঠোর অবস্থান নেবে।”আমরা ইতিমধ্যে অনেকগুলো অভিযান পরিচালনা করেছি,
অভিযোক্ত ব্যাক্তিদের মোবাইল কোর্ট এর মাধ্যমে জরিমানা সহ তাদের ব্যাবহিত কোনাজান,কারেন্ট জাল,প্লাস্টিকের ছাই,বের জাল,সহ বিভিন্ন সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমরা টাঙ্গুয়ার হাওরের পারের মানুষকে সচেতন করার জন্য মাইকিং সহ তাদের নিয়ে সভা সেমিনার করে সচেতন করার চেষ্টা করবো।যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ পাখি গাছ জলজ উদ্ভিদ নষ্ট করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সভায় হাওরের পানির মান নিয়ন্ত্রণ, টেকসই ইকোট্যুরিজম, স্থানীয় জনগণের বিকল্প জীবিকা উন্নয়ন ও বনায়ন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
অংশগ্রহণকারীরা একযোগে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে সকলে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।