শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন না পেয়েও ধানের শীষের পক্ষেই কাজ করার প্রত্যয় ব্যক্ত-মাহবুবুর রহমান

স্টাফ রিপোর্টার / ১৬২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

সুনামগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন না পেয়েও ধানের শীষের পক্ষেই কাজ করার প্রত্যয় ব্যক্ত-মাহবুবুর রহমান

 

সুনামগঞ্জপ্রতিনিধ::সুনামগঞ্জ-১(জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের মনোনয়ন না পেয়ে ও দলের ধানের শীষের প্রার্থীর পক্ষেই কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ধানের শীষের মনোনয়সন কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। 

 

বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রিভারভিউ পার্কে হাজারো জনগণের ভালবাসায় সিক্ত হয়ে তাদের উদ্দ্যেশ্যে এসব কথা বলেন তিনি। 

 

তিনি বলেন, আমি এখনো বিশ্বাস করি ফাইন্যাল মনোনয়নের সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আবারো আমার অতীত আন্দোলনে সংগ্রামের কর্মকান্ড বিবেচনা করবেন জনগনের দোয়া ও ভালবাসা থাকলে আমি শেষ পর্যন্ত চেষ্ঠা করে যাবো। তার মানে এই না যে, আমি ধানের শীষের বিপক্ষে চলে যাবো। আমি ধানের শীষের লোক, আমি জীবনে কখনো ধানের শীষের বাইরে যাইনি, ভবিষ্যতে ও যাবো না।

এর আগে ঢাকা থেকে ছুটে এসে জনগণের কাছে পৌছান তিনি। এ সময় তিনি জনগণের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন সে ভালবাসার মূল্য আমি কোনদিন আমার রক্ত দিয়েও শোধ করতে পারবো না। আমি আজকে প্রাথমিকভাবে মনোনয়ন বঞ্চিত তারপরেও আপনারা যে ভালবাসায় আমাকে সিক্ত করেছেন আমি সারজীবন আমার সর্বস্ব দিয়ে আপনাদের এই ভালবাসা ধরে রাখব। আমি সুখে দুঃখে সব সময় আপনাদের পাশে থাকব।

 

এ সময় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, আজিজুর রহমান আজিজ, আজাদ হোসেন বাবলু,সদস্য নূরে আলম ফরাজী, যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ