শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

ছাতকের শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হলেন জবা রায় পোদ্দার

স্টাফ রিপোর্টার / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

ছাতকের শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হলেন জবা রায় পোদ্দার

 

সেলিম মাহবুব::  সুনামগঞ্জের জেলা প্রশাসন আয়োজিত ‘মেধা যাচাই পরীক্ষা -২০২৫’-এর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন ছাতক উপজেলার বারকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জবা রায় পোদ্দার। ছাতক পৌর সভার মধ্যে বাজারের বাসিন্দা ও ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বর্গীয় নবেন্দু পোদ্দারের পুত্র, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ছাতক পৌর শাখার সভাপতি কালীদাস পোদ্দারের স্ত্রী তিনি । 

 

সূত্র জানায়, প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে তিনি শ্রেষ্ঠ শিক্ষকের স্থান অর্জন করেন। সুনামগঞ্জের জেলা প্রশাসন আয়োজিত ‘মেধা যাচাই পরীক্ষা-২০২৫’-এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে রবিবার অনুষ্ঠিত হয়।

 

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা.বিধান চন্দ্র রায় পোদ্দারের হাত থেকে সম্মাননা ক্রেস্ট, জেলা প্রশাসক কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়ন সনদ এবং সম্মানী গ্রহণ করেন শ্রেষ্ঠ শিক্ষিকা জবা রায় পোদ্দার।

 

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া’র সভাপতিত্বে প্রত্যায়ন সনদ ও সন্মানী বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এ.কে.মোহাম্মদ সামছুল আহসান, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সিলেট প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক নূরুল ইসলাম।

 

সুনামগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গত ২৯ অক্টোবর এই পরীক্ষা হয়। এতে জেলার ১২টি উপজেলার ১ হাজার ৪৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির ৫৯ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ৫ম শ্রেণির ৫৭ জন, ৪র্থ শ্রেণির ৪৮ জন শিক্ষার্থী, ২০ জন শিক্ষক এবং ২১ টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান আহমেদ বলেন, এই অর্জন শিক্ষকদের পেশাগত দক্ষতার মানোন্নয়নে সহযোগী ভূমিকা পালন করবে।##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ