সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বে-আইনিভাবে ব্রিক ফিল্ডের ইট পোড়ানোর কারণে সুরমা ব্রিক ফিল্ডকে জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর জানায় বে-আইনিভাবে ইটভাটা পোড়ানোর কারণে মোবাইল কোর্ট পরিচালনা মাধ্যমে সুরমা ব্রিক ফিল্ড ইটভাটাটির আগুন নিভিয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা হয়। এ সময় সুরমা ব্রিক ফিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩(সংশোধিত ২০১৯) মাধ্যমে ৩,০০,০০০/- (তিনলক্ষ টাকা) জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোহাইমিনুল হক অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান বে-আইনিভাবে ব্রিক ফিল্ড পরিচালনাকারীদের বিরোদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় অভিযানে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।