শিরোনাম
ছাতকে পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা সাময়িক বরখাস্ত রৌমারীতে হত্যা মামলায় ০৭ আসামি গ্রেফতার বোরহানউদ্দিনে লাগামহীন মাদকের বিস্তার: নীরব প্রশাসন শেরপুরের আওয়ামী সরকারের দোসর অবৈধ ধনকুবের আল-আমিন খোলস পাল্টাতে সক্রিয় পদ্মা ভাঙন থামাও, হরিরামপুর বাঁচাও জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান-নদী ভাঙ্গন কবলিত দুঃস্থ -অসহায় এলাকাবাসী হরিরামপুরে ইসলামিক ফাউন্ডেশেনের উদ্যোগে মসজিদের ইমাম,শিক্ষকদের সাথে গ্রাম আদালত সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত। মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ছাতক থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৫ জন ছাতকের চরমহল্লা ইউনিয়নের জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রবাসীর দেয়া অর্থায়নে ছাতা বিতরণ ছাতকের একটি বিদ্যালয়ে দিন-দুপুরে চুরি জনতা চোরকে আটক করে পুলিশে সোপর্দ
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

কাপাসিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার / ১২১ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক

গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং শেষে বিকালে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম।

উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলামের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম ফাতেমার পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ মোল্লা, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক, বিদ্যালয়ের সভাপতি ও জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, সাংবাদিক বেলায়েত হোসেন শামীম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহরাব রুস্তম প্রমুখ।

উপজেলার ১৭৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্যায়ে হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে ১ শত ৬২টি পুরস্কার প্রদান করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ