সিলেট বুলেটিন ডেস্ক:
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বল্প আয়ের পরিবারের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মধুপুর উপজেলা পরিষদে মিলনায়তনে পৌরসভা কার্যালয়ের আয়োজনেদারিদ্র্য হ্রাসকরণ কর্মপরিকল্পনা (PRAP) বাস্তবায়নে পৌর এলাকার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ স্কুল ব্যাগ বিতরণের করা হয়।
পৌরসভার প্রশাসক মোঃ জুবায়ের হোসেন এর সভাপতিত্বে ১৫০ জন দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
স্কুল ব্যাগ বিতরণকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মোঃ জুবায়ের হোসেন বলেন, তোমরাই হলে আগামী দিনের ভবিষ্যৎ। তাই তোমাদের ঠিকমত লেখা-পড়া করে মানুষের মত মানুষ হতে হবে। একাডেমি শিক্ষা নয়, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। মা-বাবা আর শিক্ষক-শিক্ষিকাদের সম্মান করতে হবে। কখনো তাদের অবাধ্য হবেনা।এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।