সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এক অভিযানে ৫ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ অভিযানে অংশ নেন ছাতক থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, এসআই সিকান্দর আলী, এসআই বিন আমিন, এএসআই মঞ্জুর আহমদ, এএসআই মোঃ সাইফুল ইসলাম, এএসআই তোহা সঙ্গীয় পুলিশ ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান করিয়া ছাতক থানার মামলা নং-২১(৯)২৫ এর গ্রেফতারকৃত আসামীরা হলো ৪ জন উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের গোবিন্দনগর(রাধানগর) গ্রামের মো: আব্দুল জলিল’র পুত্র আক্তার হোসেন (৪৬), ও মো: লোকমান হোসেন (৪২), পিতা-মো: আব্দুল জলিল, এদিকে আরেকটি ছাতক থানার মামলা নং-১৫ (২) ২৫ এর আসামী দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের আব্দুল জলিল’র পুত্র মোঃ দবির মিয়া (৪২)। সহ সিআর সাজা পরোয়ানা ভুক্ত আসামী জামাল উদ্দিন কে গ্রেফতার করা হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান বলেন গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।