সেলিম মাহবুব,ছাতকঃ
বাংলাদেশ পুঁজা উদযাপন ফ্রন্ট ছাতক উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা পুঁজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অজিত দাস ও সদস্য সচিব রাজন তালুকদার বাংলাদেশ পুঁজা উদযাপন ফ্রন্ট ছাতক উপজেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটিতে রয়েছেন ১জন আহবায়ক, ১৩ জন যুগ্ম আহবায়ক, সদস্য সচিব ১ জন ও সদস্য ১৮ জন। ৩৩ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক রবীন্দ্র কুমার দাস, সদস্য সচিব সুমন দেবনাথ, যুগ্ম আহবায়ক মনজিত ঘোষ, রঞ্জন নাগ,সুধাংশু দত্ত,রজত দেবনাথ, অসীম রায়, মানিক আচার্য্য, অমর কুমার সিংহ, বিপ্লব দেবনাথ, গোপাল কৃষ্ণ রায় তুর্য্য, নরহরি পাল, দিলীপ চক্রবর্তী, নুপুর দাস, সুদীপ্ত দাস, সদস্য হিসেবে রয়েছেন শংকর দাস, সজিব পাল মুন্না, সুব্রত চন্দ্র, শ্যামল দাস, পিংকু দত্ত, শান্ত শুক্ল বৈদ্য, সুভাষ দে, রতন দাস, রৌদ্র তালুকদার, কৃষ্ণ দেবনাথ, রাজীব দাস, অংগ বনিক্য, তপন দাস,রতন কর,বিপ্লব দেবনাথ, মুক্তা ভুষন দেব, সুমি রায় ও তমা আচার্য্য।##