শিরোনাম
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে সিলেট জেলা প্রশাসন গোয়াইনঘাটে ওসি (তদন্ত) কবির হোসেনের বিরুদ্ধে পোস্টিং বাণিজ্যের অভিযোগ ছাতকে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত গ্রেফতার ১ জন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে এড. নুরুল ইসলাম নুরুলে নেতৃত্বে জনতার মিছিল বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হরিরামপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযান য়াবাসহ ৩ জুয়াড়ি আটক তাহিরপুরে সুদখোর প্রধান শিক্ষিকা রেহেনা’র শাস্তির দাবীতে মানববন্ধন। মধ্যনগরে ইউনিয়ন বিএনপির সভাপতি পদের ফরম ক্রয়কে ঘিরে চরম উত্তেজনা চলছে। সু-খবর! সু-খবর! সু-খবর! “কুয়াকাটা ফিশ সপ”। প্রোঃ মোঃ কামাল হোসেন, মোঃ কাদের মিয়া,মোঃ মিরাজ (মেম্বার)।
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

ছাতকের জাহিদপুরে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”–এই স্লোগানকে সামনে রেখে ছাতকের জাহিদপুর তদন্ত কেন্দ্রের আয়োজনে এ সমাবেশ সম্প্রসারিত বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ সোমবার দুপুরে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল চুরি, মাদক, জুয়া, যৌতুক, বাল্য বিবাহ ও সন্ত্রাসের মতো সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে সহযোগিতার সম্পর্ক স্থাপন করা।

অনুষ্ঠানে ১০ নং দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম’র সভাপতিত্বে ও পুলিশের কনেষ্টবল আব্দুস সাত্তারের পরিচালনায় কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের, ছাতক-দোয়ারা (সার্কেল), সুনামগঞ্জ।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুল কাদের প্রধান অতিথির বক্তব্য বলেন, এই সমাবেশের মাধ্যমে পুলিশ এবং জনগণের মধ্যে দূরত্ব কমানো এবং একসাথে কাজ করে একটি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়া সম্ভব উপস্থিত জনসাধারণকে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ করে যাচ্ছেন। এই উদ্যোগ এলাকায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা রাখি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান, ছাতক থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ। এসময় আরও বক্তব্য রাখেন, জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল লতিফ, এসআই মঞ্জুর, জালালাবাদ থানা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক শাহিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিউর রহমান রুহেল, ফয়জুর রহমান, হাফিজুর রহমান, মুশফিকুর রহমান, ছাদিকুর রহমান ছাদিক,

উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মানিক মিয়া, ওসমান, কিবরিয়া, জামায়াত নেতা জাবেদ আহমেদ, রাহাত আহমদসহ প্রমুখ। এছাড়াও জাহিদপুর এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগণ সক্রিয়ভাবে উপস্থিত থেকে বিভিন্ন বক্তব্য দিয়ে সমাবেশকে প্রাণবন্ত করে তোলেন।

সমাবেশে বক্তারা বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা আহ্বান করেন। এ সময় বক্তারা নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান-কে অভিনন্দন জানান। বক্তারা বলেন আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

ছাতক উপজেলা কে পুলিশের পাশে থেকে মাদক মুক্ত ও চাঁদাবাজ মুক্ত ছাতক উপজেলা গড়ে তুলতে পারি আমরা এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে। ফলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ