শিরোনাম
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে সিলেট জেলা প্রশাসন গোয়াইনঘাটে ওসি (তদন্ত) কবির হোসেনের বিরুদ্ধে পোস্টিং বাণিজ্যের অভিযোগ ছাতকে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত গ্রেফতার ১ জন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে এড. নুরুল ইসলাম নুরুলে নেতৃত্বে জনতার মিছিল বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হরিরামপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযান য়াবাসহ ৩ জুয়াড়ি আটক তাহিরপুরে সুদখোর প্রধান শিক্ষিকা রেহেনা’র শাস্তির দাবীতে মানববন্ধন। মধ্যনগরে ইউনিয়ন বিএনপির সভাপতি পদের ফরম ক্রয়কে ঘিরে চরম উত্তেজনা চলছে। সু-খবর! সু-খবর! সু-খবর! “কুয়াকাটা ফিশ সপ”। প্রোঃ মোঃ কামাল হোসেন, মোঃ কাদের মিয়া,মোঃ মিরাজ (মেম্বার)।
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে বালুভর্তি মিনি ট্রাক ও বালু উত্তোলনকারী আটক ২ জন

স্টাফ রিপোর্টার / ৫৭ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুভর্তি একটি মিনি ট্রাক ও দু’জনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৯ আগস্ট) রাত ২টার দিকে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হকের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শামছ উদ্দিন খান, এসআই (নি.) মিজানুর রহমান ফোর্সসহ নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সামনে চেকপোস্ট বসান। এ সময় একটি হলুদ রঙের পুরাতন মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-২৩-০৩৩৩১) ভর্তি সিলিকা বালুসহ ২জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঘিলাতলী গ্রামের মোঃ নুর ইসলামের ছেলে জসিম মিয়া (২৮) এবং মৃত হেলাল উদ্দিনের ছেলে মোঃ আল আমিন (২৬)।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, দীর্ঘদিন ধরে নরসিংপুর বাজারসংলগ্ন মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল তারা। এ কাজে তাদের সহযোগিতা করতো নরসিংপুর ইউনিয়নের সুনাইত্যা গ্রামের আব্দুল আলীর পুত্র মোঃ মামুন মিয়া (২৮), আরশ আলীর পুত্র জসিম উদ্দিন (৩৫) ও দ্বীনের টুক গ্রামের সাদ্দাম মিয়া (৩০)

পুলিশ জানিয়েছে, আটককৃতরা পরস্পর যোগসাজশে ইজারাবিহীন নদী থেকে বালু উত্তোলন করে পরিবেশ ও ভূ-প্রকৃতি ক্ষতিগ্রস্ত করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ