শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন

ছাতক লাফার্জ-হোলসিম লিমিটেডের শ্রমিক ইউনিয়ন নিয়ে চলছে নানা অসন্তোষ

স্টাফ রিপোর্টার / ১৩০ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেডের শ্রমিক ইউনিয়ন নিয়ে কোম্পানীতে ও এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে। লাফার্জ-হোলসিম লিমিটেড বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন রেজিঃনং২৫৭৯ জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত।

এ ইউনিয়নের সাধারণ সম্পাদক জহির উদ্দিন আহমেদ দীর্ঘ সময় পার করেছেন সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে।

যেহেতু শ্রমিক ইউনিয়নটি জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত। গত ১২ মে ২৫ ইংরেজি বাংলাদেশ সরকারের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আওয়ামীলীগের ভাতৃপ্রতীম অংগ সংঘঠন হিসেবে এর কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

এতোদিন কেবিনেট জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত প্যাড ব্যবহার করে কার্যক্রম চালিয়ে আসছিলো। বিগত ২০২৪ এর ৫ই আগষ্ট পট পরিবর্তনের ফলে কেবিনেট এখনও বহাল তবিয়তে আছে।

এখন কেবিনেট প্যাড বদল করে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত কথাটি বাদ দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছেন এবং শ্রম অধিদপ্তরে মিথ্যা হলফনামা ও মুচলেকা দিয়ে সাধারন শ্রমিকদের ভুল বুঝিয়ে পুনর্বাসনের চেষ্টা করছে তারা।

তাদের এহেন কার্যকলাপে শ্রমিকদের মাঝে বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়েছ।

জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত প্যাড গোপন রেখে নতুন প্যাডের হলফনামায় সাধারন সদস্যরা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত নয় ও আমি আর কোন ইউনিয়নে সদস্য হওয়ার ইচ্ছা নয় মর্মে মুচলেকা নেয়া হয়।

যা প্রতারণার নামান্তর। এদিকে শ্রমিকদের অধিকার ক্ষুন্ন করার শামিল।

তারা বিভিন্ন অপকৌশলের মাধ্যমে সাধারণ সম্পাদক জহির উদ্দিন আহমেদ সহ কেবিনেট তাদের ক্ষমতা ধরে রাখতে চায় আর এখানে কোন নতুন নেতৃত্ব যাতে না আসতে পারে তার জন্য তারা চাকুরীর ভয়ভীতিসহ নানা ষড়যন্ত্র করছে বলে জানা যায়। এসব নিয়ে কোম্পানীতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ