সেলিম মাহবুব,ছাতক:
ছাতকের ফকির টিলা এলাকায় বেদে পল্লী এলাকা পরিদর্শনে ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত আরেফিন।
বৃহস্পতিবার ২১ আগষ্ট সকাল ১১ টায় তিনি বেদে পল্লী পরিদর্শন করেন। এসময় তিনি বেদে পল্লীর সাধারণ ও ভাসমান জীবনযাপনকারী মানুষদের TCV টিকা গ্রহণে উদ্বুদ্ধ করেন।
তিনি দীর্ঘ সময় সচেতনতার বার্তার মাধ্যমে টিকা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। এ সময় তারা টিকা নিতে অনীহা প্রকাশ কারীরা টিকা নিতে আগ্রহী হয়।
এসময় ডাঃ নুসরাত আরেফিন বলেন, সমাজের প্রতিটি মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। এজন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। এসব সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।