শিরোনাম
সীমান্ত এলাকায় অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে বিজিবির কঠোর অবস্থান: অধিনায়ক ১৯ বিজিবি সুনামগঞ্জের ধর্মপাশার ধারাম হাওরে নৌকা ডুবিতে, নিখোঁজ ২ জন মানিকগঞ্জে গ্রাম বাংলার ইতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত। বাংলাদেশ তরুণ কলাম লেখক জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার তরুণ লেখক সম্মেলন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন সম্পন্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিশ্বনাথ এলাকায় যাত্রীবাহী বাস খাদে মাদক পাচার চক্রের সদস্য স্বামী-স্ত্রী ১৭৮০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার। রমহল্লা ইউনিয়নে হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহবায়ক কমিটি গঠন ছাতক সেনা ক্যাম্পের টহল টিম আটক করেছে ২ মাদক ব্যবসায়ীকে দীর্ঘ দুই যুগের পর গোয়াইনঘাটে যুবদলের কর্মী সম্মেলন ভৈরবে মাদক ও চুরি প্রতিরোধে জনসচেতনতা  সমাবেশ অনুষ্ঠিত
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

ছাতক সেনা ক্যাম্পের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার / ৬৩ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামে সম্প্রতি সংঘটিত এক রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে ছাতক সেনা ক্যাম্প ও জগন্নাথপুর থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ২১ আগস্ট গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

ছাতকের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ ফারাবী বিন আলীর নেতৃত্বে ২৫ সদস্যের সেনা টহল দল এবং জগন্নাথপুর থানার এসআই মোঃ হাদী আব্দুল্লাহ, এএসআই কামাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্স যৌথভাবে এই অভিযানে অংশগ্রহণ করেন।

জানা যায়,কয়েক সপ্তাহ আগে ইসহাকপুর গ্রামে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়, যেখানে প্রকাশ্যে গুলিবর্ষণ এবং দেশীয় অস্ত্রের ব্যবহারের ঘটনা ঘটে।

সংঘর্ষের একটি ভিডিও ক্লিপ ছাতক সেনা ক্যাম্পের হাতে পৌঁছালে সেটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।

ভিডিও বিশ্লেষণের মাধ্যমে ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করতে সেনাবাহিনীর গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ২১ আগস্ট রাতে অভিযান চালিয়ে ইসহাকপুর গ্রামের এলাইছ মিয়ার ছেলে রাবেল মিয়াকে (২২) কে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় রাবেলের বাড়ির সংলগ্ন পুকুরপাড় থেকে বিপুল পরিমাণ দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল একটি পুরাতন কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, দুটি পুরাতন পাইপ গান, একটি তাজা কার্তুজ,একটি লোহার তৈরি ক্লিনিং রড, একটি চাপাতি ও ছয়টি ধারালো ছুরি।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় জগন্নাথপুর থানায় হস্তান্তর করার পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা (মামলা নং-০৯) রুজু করা হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার রাবেল মিয়া-কে আদালতে সোপর্দ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ