শিরোনাম
পুলিশি চাঁদাবাজি-হয়রানি বন্ধের দাবিতে সিরাজগঞ্জের মহাসড়ক অবরোধ গোয়াইনঘাট সীমান্তে স্থানীয় প্রশাসনের নামে শীর্ষ চোরাকারবারী সাদ্দাম নাঈম সিন্ডিকেটের চাদাবাজি ! সিলেটে নতুন জেলা প্রশাসক মোঃ সারোয়ার আলম ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি জামালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন তাহিরপুরে প্রাইমারী স্কুল শিক্ষিকা রেহেনার দাদন ব্যবসা ও মামলা হামলার হুমকিতে দিশেহারা সাংবাদিক ও তার ছোটভাই বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হরিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উদযাপিত। সিলেটে দুই দলের ৩৫ নেতা পাথর লুটপাটে জড়িত সিলেটের গোলাপগঞ্জ থানায় রনি হত্যায় পুলিশ আসামী রাজুকে গ্রেফতার করতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে:
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন

জামালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার / ৮ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ প্রতিনিধি::

অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস এর আয়োজনে র‍্যালি বের করে সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুশফিকীন নূর।
উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালায় বক্তব্য রাখেন,সাবেক উপসচিব মোঃ রইছ উদ্দিন,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগার আলী, শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার,কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, নির্বাচন অফিসার আব্দুস সালাম, আনসার ভিডিপির কর্মকর্তা জাহাঙ্গীর, শিক্ষক আলী আমজাদ, মৎসজীবি মহিবুর রহমান প্রমুখ।

সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মৎসজীবী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রাণ ও প্রকৃতির সঙ্গে মাছের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। পুষ্টি, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁরা বলেন, একসময় বিল-হাওর ও নদী-খালে প্রচুর দেশি মাছ পাওয়া যেত, কিন্তু অবৈধ জাল ব্যবহার, অতিরিক্ত মাছ ধরা ও জলাশয় ভরাটের কারণে দেশি প্রজাতির মাছ হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় অভয়াশ্রম সৃষ্টি, প্রজনন সময়ে মাছ ধরা বন্ধ রাখা ও উন্নত পদ্ধতিতে মাছ চাষের বিকল্প নেই। বক্তারা আরো বলেন, সরকার মাছের উৎপাদন বৃদ্ধিতে প্রশিক্ষণ, প্রণোদনা ও পোনা সরবরাহ করছে। সবাই সচেতন হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ মাছের ভান্ডার নিশ্চিত করা সম্ভব হবে। আলোচনা সভা শেষে মাছের পোণা অবমুক্ত করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ