শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

শিক্ষার্থীদের ছাউনিতে চায়ের দোকান, বৃষ্টিতে রোদে দাঁড়িয়ে অপেক্ষা।

স্টাফ রিপোর্টার / ১৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার:

রাঙামাটি শিশু পার্কের সামনে, মহিলা ক্রীড়া সংস্থার পাশের যাত্রী ছাউনিটি মূলত স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য তৈরি হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে বসানো হয়েছে একটি টং চায়ের দোকান। ফলে ছাউনিটি এখন দোকানের কাস্টমারদের দখলে, শিক্ষার্থীরা আর বসতে পারছে না।
স্থানীয়রা জানান, শুধু তাই নয় স্কুল-কলেজ চলাকালে উঠতি বয়সের ছেলেদের আড্ডা, নির্দিষ্ট সময়ে সিএনজি লাইন সব মিলিয়ে শিক্ষার্থীদের জন্য ছাউনিটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। কয়েকদিন আগে বৃষ্টির সময় সাধারণ যাত্রীরা ছাউনিতে বসায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে রাস্তার অপর প্রান্তে ছাতা হাতে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে তোলা ছবিতেও দেখা গেছে একই দৃশ্য। স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের সবার সন্তান স্কুলে যায়, তাই সামাজিক সচেতনতা জরুরি। চায়ের দোকানি চাইলে কিছুটা সামনে গিয়ে দোকান বসাতে পারেন। এতে তার ব্যবসাও চলবে, আবার শিক্ষার্থীদের জন্য ছাউনিটিও মুক্ত হবে।
সচেতন মহল মনে করছে, সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত নজরদারি ও ব্যবস্থা নেওয়া জরুরি। একই সাথে ছাউনিটি নতুন করে সংস্কার করে শিক্ষার্থীদের জন্য উপযোগী করারও দাবি জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ