স্টাফ রিপোর্টার:
রাঙামাটি শিশু পার্কের সামনে, মহিলা ক্রীড়া সংস্থার পাশের যাত্রী ছাউনিটি মূলত স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য তৈরি হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে বসানো হয়েছে একটি টং চায়ের দোকান। ফলে ছাউনিটি এখন দোকানের কাস্টমারদের দখলে, শিক্ষার্থীরা আর বসতে পারছে না।
স্থানীয়রা জানান, শুধু তাই নয় স্কুল-কলেজ চলাকালে উঠতি বয়সের ছেলেদের আড্ডা, নির্দিষ্ট সময়ে সিএনজি লাইন সব মিলিয়ে শিক্ষার্থীদের জন্য ছাউনিটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। কয়েকদিন আগে বৃষ্টির সময় সাধারণ যাত্রীরা ছাউনিতে বসায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে রাস্তার অপর প্রান্তে ছাতা হাতে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে তোলা ছবিতেও দেখা গেছে একই দৃশ্য। স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের সবার সন্তান স্কুলে যায়, তাই সামাজিক সচেতনতা জরুরি। চায়ের দোকানি চাইলে কিছুটা সামনে গিয়ে দোকান বসাতে পারেন। এতে তার ব্যবসাও চলবে, আবার শিক্ষার্থীদের জন্য ছাউনিটিও মুক্ত হবে।
সচেতন মহল মনে করছে, সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত নজরদারি ও ব্যবস্থা নেওয়া জরুরি। একই সাথে ছাউনিটি নতুন করে সংস্কার করে শিক্ষার্থীদের জন্য উপযোগী করারও দাবি জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin