অনলাইন ডেস্ক:
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় চাচিকে বাঁচাতে গিয়ে সুমাইয়া আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার দুপুরে উপজেলার বৈরচুনা ইউনিয়নের রানীরঘাট রাবার ড্যামের উজানে টাঙ্গন নদীতে এ ঘটনা ঘটে বলে জানাগিয়েছে।
সুমাইয়া উপজেলার বেলডাঙ্গী গ্রামের শুকুর আলীর মেয়ে এবং তেতরা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে , শুক্রবার দুপুরে সুমাইয়া তার চাচি আফসানার (২৪) সঙ্গে বাড়ির পাশের নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে স্রোতের টানে ডুবে যেতে থাকেন চাচী আফসানা। তাকে বাঁচাতে সুমাইয়া এগিয়ে গেলে দুজনই পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে। তবে ততক্ষণে সুমাইয়া নিথর হয়ে গেছে। আর আফসানাকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, আত্মীয়স্বজন আর বন্ধুরা এখনও বিশ্বাস করতে পারছেন না সুমাইয়া আর নেই।
এ বিষয়ে জানতে চাইলে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাজুল ইসলাম নিশ্চিত করেন , নদীতে ডুবে মাদ্রাসাছাত্রীর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।