শিরোনাম
গোয়াইনঘাটে মনাইকান্দি ইজারা বহির্ভূত এলাকা থেকে রাতের আঁধারে বালু উত্তোলন সিলেটের গোয়াইনঘাট থানার এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে স্ত্রীর মামলা আফরোজা খানম রিতার নেতৃত্বে হরিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন,রাজধানীর নয়াপল্টনে সমাগম-শ্লোগানে মুখরিত রাজপথ। সুনামগঞ্জের বাহাদুরপুরে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৩জন,আহত ২ ২৯ আগস্ট ড্যাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ছাতকে বাংলাদেশ খেলাফত মজলিসের বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণ-অভ্যূথানের ধারাবাহিকতায় হাজাঁরো নেতাকর্মীদের নিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপি বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত সুনামগঞ্জের হালুয়ারঘাটে সেনাবাহিনী ও বিজিবি”র যৌথ অভিযানে ৫৫ লাখ টাকার উপরে অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিক্র আটক সিলেটের গোলাপগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল ছাতকের গোবিন্দগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতা মিজান চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

ছাতকে জামায়াতের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিশাল গনমিছিল, সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২০ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা ও পৌরসভার উদ্যোগে জুলাই ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিশাল গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫আগষ্ট মঙ্গলবার বাদ আসর পৌরসহরের লাল মসজিদ থেকে বিশাল গণ মিছিল শুরু হয় , পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন করে শহরের ট্রাফিক পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ-৫ নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী তাঁর বক্তব্যে বলেন, বিগত সাড়ে ১৬ বছরের ও বেশি সময় ধরে জামায়াতে ইসলামী সহ এ দেশের জাতীয় নেতৃবৃন্দকে হত্যা, গুম,খুন, লুটতরাজ শুরু করে দিয়েছিল। তার প্রক্ষিতে সাধিত হয় জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব সাধারন ছাত্রজনতার জীবনের বিনিময় আমরা পেয়েছি।

এই জুলাই বিপ্লব অক্ষুণ্ণ রাখতে জামায়াতে ইসলামী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।
আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো দলের কোন কোন নেতা জামায়াতে ইসলামীর আভ্যন্তরিন তাঁরা ভুলে গেছেন অতীতের একটা ক্ষমতাসিন শক্তি জামায়াতের পিছনে লেগে জামায়াতের আভ্যন্তরিন বিষয়ে নাক গলিয়ে, জামায়াতকে নিষিদ্ধ করে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পালিয়ে প্রান রক্ষা করেছে স্বৈরাচার।

এদেশের মানুষ আর স্বৈরাচার দেখতে চায় না। জামায়াতের বিরোধিতা করে যারা স্লোগান দিচ্ছেন, তারা দলীয় পদ হারাবেন। তাদেরকে দল থেকেও মানুষ প্রত্যাক্ষান করবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কারো বিরুদ্ধে স্লোগান দিয়ে লাভ নাই, নিজের স্লোগান নিয়ে নিজে এগিয়ে যান। আপনারা অতীতে ধৈর্য্য ধারণ করছেন, আরো ধৈর্য্য ধারণ করার অনুরোধ করছি।

ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ ছাতক উপজেলা সেক্রেটার হাফিজ মাওঃ জাকির হোসাইনের পরিচালনায় ও উপজেলা আমীর মাওলানা আকবর আলী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার ,

এছাড়াও আরো উপস্হিত ছিলেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য শাহ আলম, পৌর শাখা আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, উপজেলা নায়েবে আমির সৈয়দ মনসুর, সহ সেক্রেটারি আব্দুল আউয়াল, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি মাওলানা নুরুল আমিন, শিবির নেতা মাসুদ আহমদ, তাজুল ইসলাম সহ ওলামা, যুব, শ্রমিক, ছাত্রসংগঠনের উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন শাখার হাজার হাজার নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ