শিরোনাম
গোয়াইনঘাটে মনাইকান্দি ইজারা বহির্ভূত এলাকা থেকে রাতের আঁধারে বালু উত্তোলন সিলেটের গোয়াইনঘাট থানার এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে স্ত্রীর মামলা আফরোজা খানম রিতার নেতৃত্বে হরিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন,রাজধানীর নয়াপল্টনে সমাগম-শ্লোগানে মুখরিত রাজপথ। সুনামগঞ্জের বাহাদুরপুরে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৩জন,আহত ২ ২৯ আগস্ট ড্যাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ছাতকে বাংলাদেশ খেলাফত মজলিসের বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণ-অভ্যূথানের ধারাবাহিকতায় হাজাঁরো নেতাকর্মীদের নিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপি বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত সুনামগঞ্জের হালুয়ারঘাটে সেনাবাহিনী ও বিজিবি”র যৌথ অভিযানে ৫৫ লাখ টাকার উপরে অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিক্র আটক সিলেটের গোলাপগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল ছাতকের গোবিন্দগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতা মিজান চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন

শিক্ষাক্ষেত্রে সফলতার স্বীকৃতি: শান্তিগঞ্জে SEDPI আওতায় সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার / ১৭ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

মান্নার মিয়া, শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (SEDPI) স্কিমের আওতায় শান্তিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সোমবার(৪ আগস্ট) বিকাল ৩ টায় শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে ও শান্তিগঞ্জ একাডেমী সুপারভাইজার নুরে আলম সিদ্দিকির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। প্রোগ্রামটি সমন্বয় করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনিসুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন:
“শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন করছে। পারফরমেন্স বেজড গ্র্যান্টস-এর মাধ্যমে শিক্ষকদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে, যার ফলস্বরূপ শিক্ষার্থীদের মানোন্নয়ন ঘটছে।আমি আশা করি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এই সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবেন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শিক্ষক প্রতিনিধি সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ’র অধ্যক্ষ, মোঃ আমিনুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি, মোঃ মামুনুর রশীদ, ছাত্র প্রতিনিধি মোঃ আতিকুর রহমান নাঈম, বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষা উন্নয়নে এ ধরণের প্রকল্পের কার্যকারিতা তুলে ধরেন এবং সরকারের উদ্যোগকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, অভিভাবক সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ