সেলিম মাহবুব,ছাতকঃ:
ছাতকের হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সনের এসএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীরা এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হল রুমে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি মোঃ সালেহ আহমদ তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষক ইকবাল হোসেন’র পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অ.দা) ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আইনুল ইসলাম ভূঁঞা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি রাকিবুর রহমান, বিশেষ অতিথি ছাতক থানার এসআই সিকান্দার আলী। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নোয়ারাই ইউনিয়নের সদস্য ফারুক আহমদ, আবুল খয়ের, ছাদিক মিয়া প্রমুখ। ,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও সাবেক মেম্বার মনির উদ্দিন, বিদ্যালয়ের ভুমি দাতা সদস্য আব্দুল আহাদ, মোঃজহুর আলী, জমিরুল ইসলাম এবং অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন কাবির মিয়া, আমজাদ আলী, আজাদুর রহমান, জাবেদ আহমদ সহ বিদ্যালয়ের সহকারি শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ। বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি রাকিবুর রহমানের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।