শিরোনাম
আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রতি খোলা চিঠি* শারদীয় দূর্গা পূজায় শুভেচ্ছা ও মতবিনিময় করেন -সাবেক সাংসদ জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।  থানায় দেখতে গিয়ে গ্রেফতার হলেন ২ শ্রমিক  ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার, কমানো হয়েছে বিমান ভাড়া সুনামগঞ্জ রামকৃষ্ণ মিশনে শতাধিক হিন্দু মুসলিম নারীর মাঝে বস্ত্র বিতরন অনুষ্ঠানে ধানের শীষের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এড.নুরুল ইসলাম আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটি, শ্রী অদ্বৈত ভূমি সুনামগঞ্জের আয়োজনে শতাধিক নারী-পূরুষের মাঝে বস্ত্র বিতরণ জৈন্তাপুরে সিলেট জেলা তাতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল সহ নবগঠিত কমিটির সদস্যরা সংবর্ধিত ছাতকে পুলিশের এক অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪  মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ- ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী প্রচারণা কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের সাথে মতবিনিময় সভা।  মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ- ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী প্রচারণা কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের সাথে মতবিনিময় সভা।
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন

দৈনিক সুনামগঞ্জের খবরের চতুর্দশ বর্ষপূর্তির আড্ডায় স্মৃতিচারণ

স্টাফ রিপোর্টার / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

দৈনিক সুনামগঞ্জের খবরের দীর্ঘ ১৩ বছরের যাত্রার পথচলা কিন্তু সহজ ছিল না। নানা বাধা এসেছে, বিপত্তি এসেছে-কিন্তু সেসব আামরা সততা, নিষ্ঠা ও মানুষের ভালোবাসায় অতিক্রম করেছি। পত্রিকায় প্রকাশিত প্রতিটি সংবাদ সকলকে খুশি করতে না পারলেও আমরা সর্বক্ষেত্রে বস্তুনিষ্ঠ থেকেছি। অন্যায়-অনিয়ম-দুর্নীতি-সংকটের সংবাদ যেমন আমরা তুলে ধরছি, তেমনিভাবে সাফল্য-কৃতিত্ব-সম্ভাবনা-উন্নয়ন চিত্রও উঠে এসেছে।

রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হিসেবে ইতিবাচক পরিবর্তনের জন্য দর্পণের মতো সকল কিছু তুলে ধরার চেষ্টা করছে দৈনিক সুনামগঞ্জের খবর। এরপরও আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। সেসব সামলে ঘটনার সাথে সাথে খবর নিয়ে পাঠকের কাছে পৌঁছে যাচ্ছি আমরা। আর এগুলো সম্ভব হয়েছে জেলার একঝাঁক তরুণ-প্রবীণ-অভিজ্ঞ সাংবাদিকদের মেলবন্ধনে। স্ব স্ব ক্ষেত্রে যারা প্রতিনিয়ত দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন। সেজন্য পত্রিকাটি পাঠক মহলে আগ্রহ ধরে রেখেছে। মানুষের অক্ষয় ভালোবাসায় ‘দৈনিক সুনামগঞ্জের খবর’ শতাব্দির পর শতাব্দি টিকে থাকবে বলে প্রত্যাশা করেন বক্তারা।

দৈনিক সুনামগঞ্জের খবরের ১৩ বছর পূর্তি এবং ১৪ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও সহকমীর্দের স্মৃতিচারণায় এসব কথা উঠে আসে। বর্ষপূর্তি উদযাপনের কোন আনুষ্ঠানিকতা ছিল না। কেবল দৈনিক সুনামগঞ্জের খবরের সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত বিভিন্ন ভাবে যুক্ত থাকা সহকমীর্দের সন্ধ্যা আড্ডা ছিল খবর কার্যালয়ে।

এসময় স্মৃতিচারণ করেন দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা সম্পাদক কবি কুমার সৌরভ, স্পেশাল পিপি অ্যাড. আনিসুজ্জামান শামীম, প্রথমআলোর নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক অ্যাড. এনাম আহমেদ, অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, জাহাঙ্গীর আলম, এনটিভির স্টাফ রিপোর্টার দেওয়ান গিয়াস চৌধুরী, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার অ্যাড. এ আর জুয়েল, দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক সজীব দে, সিনিয়র স্টাফ রিপোর্টার ও ডিজিটাল ইনচার্জ সাইদুর রহমান আসাদ, ৭১ টিভির জেলা প্রতিনিধি শহিদ নূর আহমেদ, রাজু আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার (দোয়ারাবাজার) আশিক মিয়া, স্টাফ রিপোর্টার (শান্তিগঞ্জ) ইয়াকুব শাহরিয়ার, স্টাফ রিপোর্টার মোশফিকুর রহমান স্বপন, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি ছাদিকুর রহমান চৌধুরী, অভিজিৎ রায়, আল হাবিব, আল আমিন, তামিম রায়হান, আফজাল হোসেন, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার জাকারিয়া আহমদ, কামরান আহমদ, তুর্জ দাশ।

এসময় দৈনিক সুনামগঞ্জের খবরের মুদ্রণ প্রতিষ্ঠান অক্ষর মুদ্রণের ব্যবস্থাপক বিশ্বজিৎ দেব ও গ্রাফিক্স ডিজাইনার এনামুল হক জুবের, মুদ্রণ কর্মী মেহেদী, ফাহিম, হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে দৈনিক সুনামগঞ্জের খবরের ১৪ বছরে পদার্পণ উপলক্ষে খবর পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ ওবায়দুল হক মিলন, রাজু আহমেদ, ওবায়দুল মুন্সী, সদস্য প্রদীপ পাল, মোঃ আফজাল হোসেন, মোঃ দবির মিয়া।


এই ক্যাটাগরির আরো সংবাদ