শিরোনাম
বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় মৃত্যুদণ্ড ৮ জন, যাবজ্জীবন ৭ জনের মৌলভীবাজারের রাজনগরে যৌথ বাহিনীর অভিযানে – এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার মানিকগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী -মোঃ জাহিদুর রহমানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত। জেলা প্রশাসক বরাবরে দরখাস্ত বিয়ানীবাজারে কথিত মানববন্ধনটির তথ্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ধূলাবালুতে অতিষ্ঠ পদ্মারপাড়ের জনজীবন,স্বাস্থ্যহীনতায় ভূগছে কমলমতি শিশু শিক্ষার্থীরা,প্রশাসনের নেই কোন কার্যকর পদক্ষেপ। মানিকগঞ্জে পূর্বের শত্রুতার জেরে রাতের আধারে ৪০০ লাউ গাছ কাটায়,নিঃস্ব ভুক্তভোগী পরিবার। কুড়িগ্রামে সাংবা‌দিক আ‌রিফুল ইসলাম রিগানকে তু‌লে নি‌য়ে নির্যাতন ঘটনায় ডি‌সি সুলতানা ও তিন ম‌্যা‌জি‌স্ট্রেটের বিরু‌দ্ধে চার্জশিট দা‌খিল জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার যেন সুবিচার পায়, সেজন্য আমাদের সোচ্চার হতে হবে : তথ্য ও সম্প্রচার সচিব সুলতানপুর ইউনাইটেড যুবসংঘ ও সমাজকল্যাণ সংস্থা এর সভাপতি মোঃ আশরাফুল ইসলাম (বুলু) ও সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন। গোয়াইনঘাটে দুর্বৃত্তরা দুই হাজার পান গাছ কেটে ফেলেছেন খাসিয়া সম্প্রদায়ের
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার যেন সুবিচার পায়, সেজন্য আমাদের সোচ্চার হতে হবে : তথ্য ও সম্প্রচার সচিব

স্টাফ রিপোর্টার / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

সেলিম মাহবুব,বিশেষ প্রতিনিধিঃ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার যেন সুবিচার পায়, যে বিষয়ে আমাদের সোচ্চার হতে হবে।
মঙ্গলবার (২৯শে জুলাই) বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। তথ্য অধিদফতর এই অনুষ্ঠানের আয়োজন করে।
জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সচিব বলেন, গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার এবং আহতদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে তথ্য সার্ভিসের কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
গুজব ও অপতথ্যের ব্যাপকতা প্রসঙ্গে তিনি বলেন, গুজব ও অপতথ্য প্রতিরোধ করা বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ। তিনি গুজব ও অপতথ্য প্রতিরোধে তথ্য সার্ভিসের কর্মকর্তাদের আরও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীরের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মদ। আলোচনাসভার শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনাসভা ও দোয়া মাহফিলে তথ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ