শিরোনাম
মৌলভীবাজারের রাজনগরে যৌথ বাহিনীর অভিযানে – এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার মানিকগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী -মোঃ জাহিদুর রহমানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত। জেলা প্রশাসক বরাবরে দরখাস্ত বিয়ানীবাজারে কথিত মানববন্ধনটির তথ্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ধূলাবালুতে অতিষ্ঠ পদ্মারপাড়ের জনজীবন,স্বাস্থ্যহীনতায় ভূগছে কমলমতি শিশু শিক্ষার্থীরা,প্রশাসনের নেই কোন কার্যকর পদক্ষেপ। মানিকগঞ্জে পূর্বের শত্রুতার জেরে রাতের আধারে ৪০০ লাউ গাছ কাটায়,নিঃস্ব ভুক্তভোগী পরিবার। কুড়িগ্রামে সাংবা‌দিক আ‌রিফুল ইসলাম রিগানকে তু‌লে নি‌য়ে নির্যাতন ঘটনায় ডি‌সি সুলতানা ও তিন ম‌্যা‌জি‌স্ট্রেটের বিরু‌দ্ধে চার্জশিট দা‌খিল জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার যেন সুবিচার পায়, সেজন্য আমাদের সোচ্চার হতে হবে : তথ্য ও সম্প্রচার সচিব সুলতানপুর ইউনাইটেড যুবসংঘ ও সমাজকল্যাণ সংস্থা এর সভাপতি মোঃ আশরাফুল ইসলাম (বুলু) ও সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন। গোয়াইনঘাটে দুর্বৃত্তরা দুই হাজার পান গাছ কেটে ফেলেছেন খাসিয়া সম্প্রদায়ের ছাতকে পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা সাময়িক বরখাস্ত
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

ছাতকে পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার / ১০ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হেনাকে আর্থিক অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা সহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের লক্ষণসোম গ্রামের বাসিন্দা দীন মোহাম্মদ সাদিকের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২৭ জুলাই তাকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম সরকার।

জানা যায়, মোঃ আবু হেনা তার কর্মজীবনে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাতসহ নানাবিধ অভিযোগের সম্মুখীন হয়েছেন। তার বিরুদ্ধে সর্বপ্রথম ২০০৭ সালে কালারুকা ইউনিয়নের হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির টেস্ট পরীক্ষার গণিত ও ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। সে সময় তিনি ক্ষমা চেয়ে অন্যত্র বদলি হওয়ার মাধ্যমে রক্ষা পান।

পরবর্তীতে তিনি আজমত আলী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। সেখানেও অনিয়মের অভিযোগে এলাকাবাসীর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এরপর মল্লিকপুর এস.সি.এস.ডি.পি উচ্চ বিদ্যালয়ে বদলি হন, কিন্তু সেখানেও নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠে। পরে একতা উচ্চ বিদ্যালয়ে থাকাকালীন আর্থিক অনিয়মের কারণে তৎকালীন ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেলের হাতে লাঞ্ছিত হন তিনি।

সর্বশেষ জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় মোঃ আবু হেনার বিরুদ্ধে টিউশন বাণিজ্য, বিদ্যালয়ের গাছ বিক্রি, ভুয়া এজেন্ট ও ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাত, জেলা পরিষদও স্থানীয় সাবেক সংসদ সদস্যের অনুদান আত্মসাতের অভিযোগ ওঠে।

এসব অভিযোগের ভিত্তিতে গত ৫ ফেব্রুয়ারি উপজেলার লক্ষণসোম গ্রামের বাসিন্দা দীন মোহাম্মদ সাদিক উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর গত ১০ ফেব্রুয়ারি ইউএনও মোঃ তরিকুল ইসলাম তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক মো আবু হেনাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে বরখাস্ত কার্যক্রম চলাকালীন আবু হেনা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির সঙ্গে অসদাচরণ করেন এবং সদস্যদের হুমকি দিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে। এসব ঘটনাও তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দ্বীপন কুমার তালুকদারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ