শিরোনাম
মধ্যনগর উপজেলায় জুলাই বর্ষপূর্তি পালন “ জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সমাগম-শ্লোগানে মুখরিত রাজপথ। সিলেটে উদ্বোধন হলো বিথী মিউজিক স্কুলের সংগীত শিক্ষার কার্যক্রম শুরু বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের নেতৃত্বে শান্তিগঞ্জে তৃণমূলের জাগরণ ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলন উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ৫ই আগষ্ট ফ্যাসিষ্ট সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে জগন্নাথপুরে বিএনপির প্রস্তুতি সভা মানিকগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী -মোঃ জাহিদুর রহমানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত। সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্ত দুটি স্পটে বিজিবি”র পৃথক অভিযানে ৩০ লাখ টাকার উপরে ভারতীয় অবৈধ গরু আটক ছাতকের নোয়ারাই ইউনিয়নে বীট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে সিলেটের গোলাপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক সহ আটক ৬
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে ভোগান্তি

স্টাফ রিপোর্টার / ১২৩ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

অনলাইন ডেস্ক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পেতে নানা ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছেন। মূল ক্যাম্পাসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের বিলম্বের কারণে শিক্ষার্থীরা এখনো উপবৃত্তির টাকা পাননি।

উপবৃত্তির টাকাকে কেন্দ্র করে অনেক শিক্ষার্থীদের অনেক ইচ্ছা থাকে। আর্থিক অসচ্ছল অনেক শিক্ষার্থী আছেন যারা এই উপবৃত্তির টাকায় একাডেমিক খরচ বহন করেন। প্রশাসনের অবহেলার কারণে শিক্ষার্থীদের মনে মিশ্র ক্ষোভ জন্ম নিয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের এ্যানিমেল হাজবেন্ড্রি ১২ তম ব্যাচের এক শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন,”আমরা অনেকেই মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে। আমাদের প্রতি মাসে প্রায় ৫০০০ টাকা খরচ হয়। এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া উপবৃত্তি আমাদের অনেক সাহায্য করে। উপবৃত্তির টাকা জানুয়ারি মাসে দেওয়ার কথা থাকলেও তা সময় মত দেওয়া হচ্ছে না। যথা সময় টাকা দেওয়া হলে আমাদের খুব উপকার হতো।”

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ডিভিএম ২২ তম ব্যাচের এক শিক্ষার্থী মুমতাহেনা জেনিন বলেন,”প্রতি সেমিস্টারে বৃত্তি দেওয়ার কথা থাকলেও এক বছর হয়ে গেলো এখনো উপবৃত্তি টাকা দেওয়া হয়নি। উপবৃত্তির টাকার পরিমাণ কম হলেও আর্থিক অসচ্ছল অনেকেই এই টাকার উপরে নির্ভর করে অনেক পরিকল্পনা নিয়ে রাখেন। আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে প্রশাসন এই জটিলতার সমাধান করুক”।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক মোসাম্মৎ কুলসুম বেগম জানান, ” স্টুডেন্টদের কিছু একাউন্টে সমস্যা দেখা দেওয়ায় আমরা সেই সকল একাউন্ট সংশোধনের জন্য কাজ করছি। তাই এখনো হল অফিস থেকে মূল ক্যাম্পাসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়নি। কবে নাগাদ এটি দাখিল করা হবে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে খুব দ্রুতই সাবমিট করা হবে। আশা করি শিক্ষার্থীরা তাদের উপবৃত্তির টাকা খুব দ্রুতই পেয়ে যাবেন”।

অন্যদিকে, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট অধ্যাপক সাইদুর রহমান বলেন, “আমাদের ফাইল মূল ক্যাম্পাসে পাঠানো হয়েছে এবং কাজ চলমান রয়েছে। অনুমান করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে ফাইল অনুমোদন পেতে পারে। যেহেতু এখন এটি মূল ক্যাম্পাসে রয়েছে, তাই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। আমি ইতোমধ্যে আমার স্টাফদের খোঁজ নিতে পাঠিয়েছি এবং আগামী রবিবার আবারও খোঁজ নেবো। খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়ার চেষ্টা করবো।”

সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত কার্যক্রম সম্পন্ন করে খুব দ্রুত শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রদান করবে বলে আশাবাদী শিক্ষার্থীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ