তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
পর্যটন সমৃদ্ধ হাওর বেষ্টিত তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম “অফিসার অব দ্য মান্থ (২০২৫)” নির্বাচিত হয়েছেন। প্রশাসনিক দক্ষতা, জনসচেতনতামূলক কার্যক্রম এবং হাওরাঞ্চলের পরিবেশ-সম্পদ রক্ষায় বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
বুধবার (২৩ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মহোদয় গণের কর্মপরিধি বিচার বিশ্লেষণের মাধ্যমে,তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবুল হাসেমকে অফিসার অব দ্য মাস্থ নির্বাচিত করেন জেলা প্রশাসক।
ইউএনও’র এই কৃতিত্ব অর্জনের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া নিজে স্কার্ফ ও সম্মাননা স্মারক প্রদান করেন।
ইউএনও আবুল হাসেম তাহিরপুর উপজেলায় দায়িত্ব নেওয়ার পর থেকেই পর্যটন ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও অবৈধ খনিজ উত্তোলন রোধে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন। তিনি উপজেলার সকল শ্রেনী পেসার মানুষকে সাথে নিয়ে তাহিরপুরকে এগিয়ে নিতে সফলতার সহিত কাজ করছেন। তার এই স্বীকৃতি তাহিরপুরবাসীর জন্যও একটি গর্বের বিষয় বলে মনে করছেন এলাকার সকল শ্রেনী পেসার মানুষ।