শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

ছাতকে বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত নববধুর লাশ উদ্ধার “স্বামী আটক”

স্টাফ রিপোর্টার / ১৮৬ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের বড় বিহাই গ্রামের স্বামীর বসত ঘর থেকে পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বাদ যোহর লাশ দাফন করা হয়। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানাগেছে গত ৩ এপ্রিল উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানকার গ্রামের মৃত আমিরুল ইসলামের কন্যা রোকশানা বেগমের বিয়ে হয় উত্তর খুরমা ইউনিয়নের বড় বিহাই গ্রামের সফর আলীর ছেলে দুবাই প্রবাসী মোঃ আলী হোসেনের সাথে। বিয়ের পর থেকে স্বামী তার স্ত্রীকে মানষিক ভাবে নির্যাতন করে আসছিলো।

বিয়ের ফ্রিজ ও গ্যাসচুলা না দেওয়ায় স্ত্রীকে অপমান করতো স্বামী। বিষয়টি মা সহ স্বজনদেরও অবহিত করে আসছিলো কন্যা রোকশানা। সংসার সুখের জন্য পরিবারের মা, ভাইয়ের কাছ থেকে স্বামীর জন্য নগদ ২০ হাজার টাকা এনে দেয় সে। তার পরও যৌতুক লোভী স্বামীর মন রক্ষা করতে পারেনি স্ত্রী।

বিয়ের সাড়ে তিন মাসের মাথায় বুধবার সকাল ৯ টা থেকে ১০ টার মধ্যে বসতঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলছিল এ নববধূর লাশ। স্বামীসহ পরিবারের লোকজন এই অবস্থায় দেখে তাকে নামানোর চেষ্টা করেনি। খবর পেয়ে থানা পুলিশ ওইদিন বিকেল ৪ টার দিকে এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়। হত্যা না আত্মহত্যা এ নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে এলাকায়।

এদিকে বুধবার রাতে পুলিশ নববধূর স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়। পরে নিহতের বড় বোন নাজমা বেগম বাদি হয়ে থানায় অভিযোগ দেন। ওই অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার দেখিয়ে মোঃ আলী হোসেনকে বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, মামলা দায়েরের বিষয়টি ও আসামিকে আদালতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ