শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণ ফিরিয়ে দিতে ভৈরবে বেসরকারি স্কুল ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার / ৩৩৭ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তিত শিক্ষানীতির আওতায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি তথা কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাতিল করার প্রতিবাদে এবং অবিলম্বে এই অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বেসরকারি স্কুল ফোরাম।

ওই কর্মসূচীতে স্থানীয় শতাধিক কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নিয়ে সরকারের এই বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিল করে চলতি বছর থেকেই সরকারি স্কুলের শিক্ষার্থীদের মতো বেসরকারি স্কুলের শিক্ষার্থীরাও যেনো অংশ নিতে পারে, সেটি নিশ্চিত করার উদাত্ত আ্হ্বান জানান। অন্যথায় তারা দেশব্যাপী সম্মিলিতভাবে বৃহত্তর কর্মসূচী দিতে বাধ্য হবেন বলে হুশিয়ারি দেন।
আজ বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলা কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করেন। কর্মসূচীতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবরা তাদের দাবির স্বপক্ষে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন-প্লেকার্ড বহণ করেন।

প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল বাসেতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অধ্যাপিকা সাজেদা বাসেত, আসাদুজ্জামান বাবুল, এম.মতিউর রহমান সাগর, সুমন মোল্লা প্রমূখ। এ সময় বক্তারা বলেন, বৃত্তি পরীক্ষা ধনী-দরিদ্র শ্রেণি বিভাজন নয়, এটি হলো মেধা যাচাইয়ের উত্তম পন্থা। তাই অর্থ দিয়ে এটিকে ভাগ না করে মেধার সর্বোচ্চ চর্চা হিসেবে দেখা উচিত।

জুলাই চেতনার ফসল বর্তমান সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপরীতে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থায় এমন বৈষম্য পরিহার করার আহ্বান জানিয়ে তারা বলেন, এই সিদ্ধান্ত চব্বিশের অমর শহীদদের রক্তের সাথে চরম অশ্রদ্ধার নামান্তর। এ সময় তারা হুশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার শুরুতে কোমলমতি শিশুদের মাঝে বৈষম্য তৈরির এমন সিদ্ধান্ত বাতিল করুণ, নয়তো দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন।


এই ক্যাটাগরির আরো সংবাদ