মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তিত শিক্ষানীতির আওতায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি তথা কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাতিল করার প্রতিবাদে এবং অবিলম্বে এই অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বেসরকারি স্কুল ফোরাম।
ওই কর্মসূচীতে স্থানীয় শতাধিক কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নিয়ে সরকারের এই বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিল করে চলতি বছর থেকেই সরকারি স্কুলের শিক্ষার্থীদের মতো বেসরকারি স্কুলের শিক্ষার্থীরাও যেনো অংশ নিতে পারে, সেটি নিশ্চিত করার উদাত্ত আ্হ্বান জানান। অন্যথায় তারা দেশব্যাপী সম্মিলিতভাবে বৃহত্তর কর্মসূচী দিতে বাধ্য হবেন বলে হুশিয়ারি দেন।
আজ বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলা কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করেন। কর্মসূচীতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবরা তাদের দাবির স্বপক্ষে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন-প্লেকার্ড বহণ করেন।
প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল বাসেতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অধ্যাপিকা সাজেদা বাসেত, আসাদুজ্জামান বাবুল, এম.মতিউর রহমান সাগর, সুমন মোল্লা প্রমূখ। এ সময় বক্তারা বলেন, বৃত্তি পরীক্ষা ধনী-দরিদ্র শ্রেণি বিভাজন নয়, এটি হলো মেধা যাচাইয়ের উত্তম পন্থা। তাই অর্থ দিয়ে এটিকে ভাগ না করে মেধার সর্বোচ্চ চর্চা হিসেবে দেখা উচিত।
জুলাই চেতনার ফসল বর্তমান সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপরীতে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থায় এমন বৈষম্য পরিহার করার আহ্বান জানিয়ে তারা বলেন, এই সিদ্ধান্ত চব্বিশের অমর শহীদদের রক্তের সাথে চরম অশ্রদ্ধার নামান্তর। এ সময় তারা হুশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার শুরুতে কোমলমতি শিশুদের মাঝে বৈষম্য তৈরির এমন সিদ্ধান্ত বাতিল করুণ, নয়তো দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin