সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় এ সময় তারা “জয় বাংলা-জয় বঙ্গবন্ধু” স্লোগান দিচ্ছিলেন। তারা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে
সম্পৃক্ত।
গ্রেফতার মোঃ কামরুল হাসান (১৮), ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী-রামপুর গ্রামের মোঃ শফিক মিয়ার পুত্র।
সে গোবিন্দগঞ্জ মধুবন কোম্পানির শাখায় চাকরি করে।
একই গ্রামের মোঃ মুহিবুর রহমানের পুত্র মোঃ রেদুয়ান ইসলাম (২০)। পেশায় মোবাইল মেকার। মোঃ আরিফ বিল্লাহ আল মামুন জুনায়েদ (২৫) গ্রামের মোঃ হাজির উদ্দিনের পুত্র। সে পেশায় ফটোগ্রাফার।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ,তিন জন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।