শিরোনাম
ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সিলেটে প্রতীকী ম্যারাথন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বড়কান্দিতে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লা কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে ও চাঁদা দাবীকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ”    ক্রীড়া সংস্থার কমিটিতে যুক্ত হলেন মকসুদ ও একরাম ধর্মপাশায় বৈদ্যুতিক শর্ট-সার্কিটে আগুনে পুড়েছে কাঠ মিস্ত্রির বসতঘর মেয়াদোত্তীর্ণ গাড়ি চলবে না সিলেটে অভিযান শুরু রোববার নং পশ্চিম জাফলং ইউনিয়নে বালুর গাড়ি প্রতি ২০০/৫০০ , টাকা চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে! মধ্যনগরে পিপঁড়াকান্দা নামক স্থানে নৌকাডুবিতে এক নারী যাত্রী নিহত সিলেটের ডিসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, কারণ দর্শানোর নোটিশ জৈন্তাপুর উপজেলার শ্রীপুর কুয়ারীতে বেপোরয়া চাঁদাবাজি, নেতৃত্বে আহাদ,জসীম,মহুর,সালেহ গং!  
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে ছাতক উপজেলা ও পৌর জামায়াতের প্রচার মিছিল

স্টাফ রিপোর্টার / ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

আগামী ১৯ জুলাই শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে ছাতক উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কলেজ পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারী হাফেজ জাকির হোসাইন’র পরিচালনায় ও পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াত ইসলামীর কর্মপরিষদ সুরা সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, ছাতক উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাও. আকবর আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি, মাওলানা সালাউদ্দিন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ কে এম ফরিদ উদ্দিন, ইসলামি ছাত্রশিবির ছাতক পৌর শাখার সভাপতি তাজুল ইসলাম, ইসলামি ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি মাসুদ আহমেদ, কালারুকা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আফিজ আলী, ইসলামপুর ইউনিয়ন আব্দুল আজিজ, নোয়ারাই ইউনিয়ন সভাপতি হাফেজ কাউসার আলম, ছাতক পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার ফজলুর রহমানসহ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমূখ। বক্তারা বলেন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, বিগত ষোলো বছরের সকল গুম, খুন ও দূর্নীতির বিচার, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখে দিতে আগামী ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। দলমত নির্বিশেষে দেশের কল্যাণে সবাইকে সেই সমাবেশে অংশগ্রহণ করতে হবে। ন্যায় ও ইনসাফের আগামীর বাংলাদেশ গড়তে দলে দলে সবাইকে সেই সমাবেশে যোগ দেয়ার আহবান জানান তিনি।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ