শিরোনাম
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ভাদেরটেক গ্রামে এক সৌদীআরব প্রবাসীর বাড়িতে হামলা,ভাংচুর ও ২০ লাখ টাকা লুটপাঠ কেঁচো খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো ঘটনায় পঞ্চগড় জেল হাজতে তিন প্রতারক শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত  তামাবিল সীমান্ত এলাকা থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক এসএসসিতে জিপিএ-৫ লাভ ইশমাম “চাটার্ড একাউন্ট্যান্ট (সিএ) হতে আগ্রহী” সিলেটে আখড়ার সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন এসএসসিতে জিপিএ-৫ লাভতমা পাল “চাটার্ড একাউন্ট্যান্ট (সিএ) হতে আগ্রহী”  ফরিদগঞ্জে বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার শ্রীবরদীতে সাংবাদিকের নামে দেয়া মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন  এসএসসিতে জিপিএ-৫ লাভ তোফিক আহমেদ “কম্পিউটার ইন্জিনিয়ার হতে আগ্রহী” 
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ভাদেরটেক গ্রামে এক সৌদীআরব প্রবাসীর বাড়িতে হামলা,ভাংচুর ও ২০ লাখ টাকা লুটপাঠ

স্টাফ রিপোর্টার / ১৫ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামে এক সৌদীআরব প্রবাসীর বসতবাড়িতে হামলা ভাংচুর ও লুটপাঠের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শনিবার দুপুরে ভাদেরটেক গ্রামে সৌদীআরব প্রবাসীর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা নগদ ১৯ লাখ ৭৫ হাজার,আড়াই ভরি স্বর্ণালংকারসহ বাড়িঘরে মিলে প্রায় ২৫ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে হামলার শিকার লোকজনের।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভাদেরটেক গ্রামের শাহার আলীর ছেলে সৌদীআরব প্রবাসী নুরুল আমীন গত দুইমাস পূর্বে প্রবাস থেকে নিজ বাড়িতে আসেন। কিন্তু গত কয়েকদিন ধরে ভাদেরটেক গ্রামের প্রতিপক্ষ কাঞ্চন মিয়ার ছেলে সবুল্লা মিয়া,মৃত আব্দুল আজিজের ছেলে রজব মাষ্ঠার,মতি মিয়ার ছেলে কামরুল মিয়া,মণির মিয়া,আমিরুল ইসলাম,আজাদ মিয়া,ফরহাদ,ইমন ও মামুনের নেতৃত্বে একদল লোক এই প্রবাসীর নিকট চাদাঁ দাবী করে আসছিলেন। কিন্তু চাঁদা না দেওয়াতে নামাংঙ্কিত ব্যাক্তিরা দেশীয় ও দাড়াঁলো অস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাংচুর চালিয়ে ঘরে আসবাবপত্র তছনছ করে সুনামগঞ্জ শহরে জায়গা কেনার জন্য রাখা নগদ ১৯ লাখ ৭৫ হাজার ৫ শত টাকা এবং আড়াই ভরি স্বর্ণালংঙ্কার ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন প্রবাসীর তিনভাই মর্তূজা আলী,আল আমীন ও প্রবাসী নুরুল আমীন। খবর পেয়ে বিশ^ম্ভরপুর থানার এ এস আই কাউসার আহমদসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে প্রবাসী নুরুল আমীন জানান,আমি বিদেশ থেকে আসার পর থেকেই নামাংঙ্কিত ব্যক্তিরা আমার নিকট দুইলাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা দল বেধেঁ আমার বসত বাড়িতে পূরুষ লোক না থাকার সুবাধে হামলা ভাংচুর ও লুটপাঠ করে নগদ ১৯ লাখ ৭৫ হাজার ৫ শত টাকা এবং আড়াই ভরি স্বর্ণালংকার লুটপাঠ করে একটি মোটর সাইকেল ও ভাংচুর করে। তিনি অবিলম্বে এই সমস্ত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

এ ব্যাপারে প্রতিপক্ষ রজব মাষ্ঠারের সাথে যোগাযোগ করা হলে হামলার ঘটনাটি অস্বীকার করেন। এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার তদন্তকারী কর্মকর্তা এ এস আই কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ