সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক থানা পুলিশের অভিযানে সিআর ওয়ারেন্টভূক্ত এক আসামী জমির হোসেন (৩৫) কে ও জিআর ওয়ারেন্টভূক্ত ৩ আসামী সহ সর্বমোট ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার রাতে ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা জি আর মামলার মো: হাবিব মিয়া(২৫), মো: ছাব্বির মিয়া (২২) ও মো: জামি (২০)। তারা দিঘলী রামপুর গ্রামের সাহাব উদ্দিনের পুত্র এবং সিআর-১০৪/২৫ (ছাতক) মামলার আসামী আলাপুর গ্রামের লালু মিয়ার পুত্র জামির হোসেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ আসামী গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।