শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

মোংলা বন্দরের ২০২৪-২৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

খুলনা প্রতিনিধি:

মোংলা বন্দর কর্তৃপক্ষের ২০২৪-২৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ১০ জুলাই (বৃহস্পতিবার) মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন সভাপতিত্ব করেন। সভায় সভাপতি বলেন, মোংলা বন্দর খুলনার শ্রেষ্ঠ আকর্ষণ এবং বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তথ্য দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ বন্দর ব্যাপক ভূমিকা রেখে চলেছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর বন্দরের স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন কাজ আরো গতিশীল হয়েছে। তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরের মোংলা বন্দরের অর্জনসমূহ: জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা ছিলো ৮০০টি। এবছর বন্দরে ৮৩০টি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমনের মধ্যদিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ৩০টি জাহাজ আগমন করে। কার্গো হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা ছিলো ৮৮.৮০ লাখ মে.টন। এবছর বন্দরে ১০৪.১২ লাখ মে.টন কার্গো হ্যান্ডলিংয়ের মধ্য দিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ১৫.৩২ লাখ মে.টন বেশি হ্যান্ডলিং করা হয়। কন্টেইনার হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা ছিলো ২০০০০টিইইউজ এবছর বন্দরে ২১৪৫৬ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিংয়ের মধ্যদিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ১৪৫৬ লাখ টিইইউজ হ্যান্ডলিং করে। ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছিলো ৩৩৩৮৭.০০ লাখ টাকা। বন্দরে ৩৪৩৩৩.০০ লাখ টাকা রাজস্ব আয়ের মধ্যদিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ৯৪৬ লাখ টাকা এবং ২.৮৩ শতাংশ বেশি রাজস্ব আয় করেছে। এয়াড়া বন্দরে নীচ মুনাফার লক্ষ্যমাত্রা ছিলো ২০ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা। ২০২৪-২৫ অর্থবছরে বন্দরে ৬২ কোটি ১০ লাখ টাকা নীট মুনাফা অর্জনের মধ্য দিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা বেশি। ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরের মাধ্যমে ১১৫৭৯ ইউনিট রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে। বর্তমানে এ বন্দরে মোট চারটি প্রকল্প চলমান রয়েছে।

মতবিনিময় সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন শাখার কর্মকর্তা, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান-সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ