খুলনা প্রতিনিধি:
মোংলা বন্দর কর্তৃপক্ষের ২০২৪-২৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ১০ জুলাই (বৃহস্পতিবার) মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন সভাপতিত্ব করেন। সভায় সভাপতি বলেন, মোংলা বন্দর খুলনার শ্রেষ্ঠ আকর্ষণ এবং বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তথ্য দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ বন্দর ব্যাপক ভূমিকা রেখে চলেছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর বন্দরের স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন কাজ আরো গতিশীল হয়েছে। তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরের মোংলা বন্দরের অর্জনসমূহ: জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা ছিলো ৮০০টি। এবছর বন্দরে ৮৩০টি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমনের মধ্যদিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ৩০টি জাহাজ আগমন করে। কার্গো হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা ছিলো ৮৮.৮০ লাখ মে.টন। এবছর বন্দরে ১০৪.১২ লাখ মে.টন কার্গো হ্যান্ডলিংয়ের মধ্য দিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ১৫.৩২ লাখ মে.টন বেশি হ্যান্ডলিং করা হয়। কন্টেইনার হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা ছিলো ২০০০০টিইইউজ এবছর বন্দরে ২১৪৫৬ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিংয়ের মধ্যদিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ১৪৫৬ লাখ টিইইউজ হ্যান্ডলিং করে। ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছিলো ৩৩৩৮৭.০০ লাখ টাকা। বন্দরে ৩৪৩৩৩.০০ লাখ টাকা রাজস্ব আয়ের মধ্যদিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ৯৪৬ লাখ টাকা এবং ২.৮৩ শতাংশ বেশি রাজস্ব আয় করেছে। এয়াড়া বন্দরে নীচ মুনাফার লক্ষ্যমাত্রা ছিলো ২০ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা। ২০২৪-২৫ অর্থবছরে বন্দরে ৬২ কোটি ১০ লাখ টাকা নীট মুনাফা অর্জনের মধ্য দিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা বেশি। ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরের মাধ্যমে ১১৫৭৯ ইউনিট রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে। বর্তমানে এ বন্দরে মোট চারটি প্রকল্প চলমান রয়েছে।
মতবিনিময় সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন শাখার কর্মকর্তা, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান-সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin