সেলিম মাহবুব,ছাতকঃ
প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশ ও মূল্য তালিকা সাটিয়ে না রাখার কারণে ছাতকের গোবিন্দগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেবানন্দ সিনহা। এসময় থানা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, জিলাপিতে হাইড্রোজেন ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করা এবং মূল্য তালিকা সাটিয়ে না রাখার অপরাধে মদিনা রেস্টুরেন্টকে ১২ হাজার টাকা, টেস্টিং সল্ট ব্যবহার ও নোংরা পরিবেশে রান্না করায় ডায়না রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে মিঠাই কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, জেলা শহরের বিভিন্ন বাজারসহ হোটেল রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করার পাশাপাশি বিভিন্ন উপজেলার বাজারগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারের তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসময় ব্যবসায়ীদেরকে নিয়মবিধি মেনে ব্যবসা করার জন্য পরামর্শ প্রদান করা হয়।, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।