সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক উপজেলার ঐতিহ্যবাহী দৌলতপুর দাখিল মাদ্রাসায় পাইগাঁও গ্রামের বিশিষ্ট সমাজসেবী হাজী মোঃ সামসুল হকের আগমন উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে সোমবার ৭ জুলাই মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া এই সংবর্ধনা সভায় মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক এবং দৌলতপুর গ্রাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসার সুপার মাওলানা কবি তাজ উদ্দিন আহমেদ তাজুদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সালমান আহমেদ জামির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান ও সংবর্ধিত অতিথি বিশিষ্ট সমাজসেবী হাজী সামসুল হক। সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ জুবায়ের আহমদ। স্বাগত বক্তব্য রাখেন শহীদুর রহমান রুসন ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আব্দুল হান্নান, কালাশাহ পীর, আব্দুল মছব্বির, আব্দুল কাদির, ইসলাম উদ্দিন, শওকত আলী, সিরাজুল ইসলাম, হুসন আলী, চমক আলী, ছাইফুর রহমান, তোফায়েল আহমদ, তুহেল আহমদ, জাবেদ মিয়া প্রমুখ। মাদ্রাসার শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জসিম উদ্দিন, মাওলানা বদরুল ইসলাম, আক্তার হোসেন, ময়নুল আহমদ ও শাকিল আহমদ।