সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে সড়ক দুর্ঘটনায় ১৩ জন বাস যাত্রী আহত হয়েছেন। সিলেট সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও এলাকায় আনোয়ার রাইচ মিলের পাশে নীলাদ্রি পরিবহনের একটি বাস ও আল- মোবারকা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে’র ঘ’ট’নায় ১৩ বাস যাত্রী আহত হন। শুক্রবার (৪ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ সুত্র থেকে জানাগেছে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে দু’টি দুরপাল্লার বাস ( ঢাকা- মেট্রো ব-১৫-৭৭৬৪ ( নীলাদ্রি) সুনামগঞ্জ গামী এবং ঢাকা মেট্রো ব-১২-৪৫৭৭ (আল-মোবারকা) ঢাকাগামী এ দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ১৩ জন বাস যাত্রী আহত হয়েছেন। আহতদের গোবিন্দগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনা’র সংবাদ পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশের এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা ও গাড়ী ২টি আ’ট’ক করেছেন।