সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মির্জাকান্দা গ্রামে এই ঘটনা ঘটেছে। স্বজনরা শিশু দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক- উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিব বিশ্বাস তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানাযায় একই উপজেলার শাল্লা ইউনিয়নের সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া(৫) ও বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামে মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে এসে মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানভির মিয়া(৫) এর সাথে খেলাধুলায় ব্যস্ত ছিল, খেলাধুলার করার এক ফাঁকে এ দুই শিশু পুকুরের দিকে এগিয়ে যেতে যেতে পানিতে পড়ে তলিয়ে যায়। বাড়ির লোকজন অনেক খোজাখুজি করে শেষ পর্যন্ত পুকুরে নেমে তল্লাশীর এক পর্যায়ে দুই শিশুর লাশ পায়ে লাগলে লাশ দুটি উদ্ধার করে স্থানীয় থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি দেখতে পান এবং ময়না তদন্তের জন্য স্থানীয় শাল্লা উপজেলা কমপ্লেক্রে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে করনীয় ঠিক করা হবে।