শিরোনাম
সিলেট টিলাগড় থেকে এক সন্দেহভাজন আটক* জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ হত্যা: জাফলং জিরো পয়েন্ট সীমান্তে নতুন লাইনম্যানদের রমরমা চাঁদাবাজির বাণিজ্য তারেক রহমানের হাতে আগামী দিনের আধুনিক বাংলাদেশ হবে: ফয়সল আহমদ চৌধুরী ছাতকের কালারুকা ইউনিয়ন ও পৌরসভার ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভা সুনামগঞ্জে ‘”তওহীদ ভিত্তিক রাষ্ট্রই শ্রমজীবীর অধিকার প্রতিষ্ঠার একমাত্র সমাধান”’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ফেনারবাঁকে মানবিক যুব সংগঠনের চারাগাছ বিতরন জগন্নাথপুরে অতর্কিত হামলায় মৎস্যজীবি দুই যুবক আহত সিলেটে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ হরিরামপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সেঃমি ফাইনাল খেলা অনুষ্ঠিত। সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লার নিখুঁত প্রশাসন স্থানীয়দের কাছে প্রশংসার যোগ্য
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

টাঙ্গাইলে জাতীয় ফল মেলা-২০২৫ উদ্বোধন ও বিনামূল্যে নারিকেল চারা বিতরণ 

স্টাফ রিপোর্টার / ৭২ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ফল মেলা-২০২৫। একই সঙ্গে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ জুন) সকালে টাঙ্গাইল সদরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খামার বাড়িতে এই মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

জেলা প্রশাসক বলেন, “জাতীয় ফল মেলার মাধ্যমে দেশীয় ফলের প্রচার ও প্রসার ঘটবে। পাশাপাশি নারিকেল চারা বিতরণের মাধ্যমে টাঙ্গাইলে নারিকেল উৎপাদনের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। এটি পরিবেশ সংরক্ষণ, অর্থনৈতিক উন্নয়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করবে।”

তিনি আরও বলেন, “প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর মানসিকতা তৈরি করতে হবে। আজকের নারিকেল গাছ আগামী দিনের অর্থনৈতিক সম্পদ ও পরিবেশের জন্য বড় অবদান রাখবে।”

মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন দেশীয় ফলের স্টল প্রদর্শিত হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে নারিকেলের চারা বিতরণের মাধ্যমে গাছ লাগানোর প্রতি আগ্রহ সৃষ্টি করা হয়।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,  কৃষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ অব্যাহত থাকবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ