বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ফল মেলা-২০২৫। একই সঙ্গে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ জুন) সকালে টাঙ্গাইল সদরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খামার বাড়িতে এই মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
জেলা প্রশাসক বলেন, “জাতীয় ফল মেলার মাধ্যমে দেশীয় ফলের প্রচার ও প্রসার ঘটবে। পাশাপাশি নারিকেল চারা বিতরণের মাধ্যমে টাঙ্গাইলে নারিকেল উৎপাদনের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। এটি পরিবেশ সংরক্ষণ, অর্থনৈতিক উন্নয়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করবে।”
তিনি আরও বলেন, "প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর মানসিকতা তৈরি করতে হবে। আজকের নারিকেল গাছ আগামী দিনের অর্থনৈতিক সম্পদ ও পরিবেশের জন্য বড় অবদান রাখবে।"
মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন দেশীয় ফলের স্টল প্রদর্শিত হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে নারিকেলের চারা বিতরণের মাধ্যমে গাছ লাগানোর প্রতি আগ্রহ সৃষ্টি করা হয়।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কৃষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin