শিরোনাম
দূর্গম চরাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণের বাচাই পর্ব অনুষ্ঠিত। ছাতক থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৫ আসামী গ্রেফতার, *কোর্টে প্রেরণ* হরিরামপুরে এক কিশোরীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার। সিলেট টিলাগড় থেকে এক সন্দেহভাজন আটক* জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ হত্যা: জাফলং জিরো পয়েন্ট সীমান্তে নতুন লাইনম্যানদের রমরমা চাঁদাবাজির বাণিজ্য তারেক রহমানের হাতে আগামী দিনের আধুনিক বাংলাদেশ হবে: ফয়সল আহমদ চৌধুরী ছাতকের কালারুকা ইউনিয়ন ও পৌরসভার ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভা সুনামগঞ্জে ‘”তওহীদ ভিত্তিক রাষ্ট্রই শ্রমজীবীর অধিকার প্রতিষ্ঠার একমাত্র সমাধান”’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ফেনারবাঁকে মানবিক যুব সংগঠনের চারাগাছ বিতরন জগন্নাথপুরে অতর্কিত হামলায় মৎস্যজীবি দুই যুবক আহত
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

ছাতকে নোয়ারাই -জোড়াপানি-নরসিংপুর সড়কের  মৌলা ব্রীজ ভেঙ্গে পড়ায় দুর্ভোগে হাজার-হাজার মানুষ 

স্টাফ রিপোর্টার / ৩৫ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে নোয়ারাই ভায়া জোডাপানি-নরসিংপুর সড়কের নোয়ারাই ইউনিয়নের মৌলা গ্রামের কাছে মৌলা খালের ব্রীজটি ভেঙ্গে পড়েছে। গত ১০ জুন রাতে এ ব্রীজের একটি অংশ আকষ্মিকভাবে ভেঙ্গে পড়ে ছাতকের সাথে নোয়ারাই ও ইসলামপুর ইউনিয়নের একটি অংশ এবং দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন ও কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত এক সপ্তাহ ধরে ব্রীজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুইটি উপজেলার হাজার- হাজার মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন। যাতায়াতের বিকল্প না থাকায় সাধারণ মানুষদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। দোয়ারাবাজার ও কোম্পানিগঞ্জ উপজেলার ব্যবসায়ীক অঞ্চল বালু-পাথর মহাল এলাকায় যেতে ওই সড়ক দিয়েই যেতে হয়। কাজেই ব্রীজটির কারণে ব্যবসায়ীরাও চরমভাবে ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন।জনগুরুত্বপূর্ণ সড়কের মৌলা এলাকায় ধ্বসে ভেঙ্গেপড়া এ ব্রীজটি অতি দ্রুত সংস্কার করে সড়ক যোগাযোগ স্থাপন প্রয়োজন। বিভিন্ন গ্রামের বাসিন্দা ব্যবসায়ীও শিক্ষার্থীরা ব্রীজটি সংস্কার করে সড়ক যোগাযোগ স্থাপনের দাবি জানিয়েছেন কর্তৃপক্ষ বরাবরে। নোয়ারাই ইউনিয়নের বাসিন্দা সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ কয়েছ আহমেদ, উপজেলা যুবদল নেতা আব্দুল করিম চন্দন, স্বেচ্ছাসেবক দলের নেতা তোফায়েল খান বিপনের বাড়ি ব্রীজের সেপাড়ে থাকায় তারা শহরে ব্যবসায়ীক কাজ শেষ করে রাতে বাড়ি ফিরতে পারছেন না। এক সপ্তাহ ধরে ছাতক শহরে তাদের অবস্থান করতে হয়েছে বলে তারা জানিয়েছেন।ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন জানান, ছাতকের উত্তর অঞ্চল এলাকায় ৩ টি উপজেলার সংযোগ স্থল ও ব্যবসায়ীক কেন্দ্র। ছাতকের এ ব্রীজটি ধ্বসে যাওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন ৩ উপজেলার কয়েকটি ইউনিয়নের হাজার-হাজার মানুষ। ব্রীজটি ধ্বসে যাওয়ায় পর থেকে ওই অঞ্চলের মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। এখানে নতুন একটি ব্রীজ দ্রুত নির্মাণ প্রয়োজন। তিনি বলেন, বুধবার এব্যাপারে করণীয় নির্ধারণে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের সাথে কথা বলেছেন তিনি। সাময়িক যোগাযোগ ব্যবস্থার জন্য আগামীকাল থেকে কাজ শুরু করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে একটি স্থায়ী ব্যবস্থার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে। তিনি আশাবাদী অতি দ্রুত এ সমস্যার সমাধান হয়ে যাবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ