শিরোনাম
ছাতকে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  বৃষ্টির পানিতেই দুধকুমারে নদের ডান তীর রক্ষা বাঁধে ধস সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক কারবারি পংকজসহ ৩ জন গ্রেফতার, ৩৫০ উদ্ধার ইয়াবা ৪ দফা দাবিতে নেত্রকোণায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি’র মানববন্ধন অনুষ্ঠিত ১৬ বছরের জমি মামলায় শেষে, ক্ষতিপূরণ ও অবৈধ দখলমুক্তির দাবি করে সংবাদ সম্মেলন  ঝিনাইগাতীতে একযোগেও গোমড়া গুচ্ছ গ্রামের বাসিন্দাদের ভাগ্যে জুটেনি কোরবানির গোস্ত  ফ্যাসিস্ট সরকার দেশ ধ্বংস করে দিয়ে দেশের সম্পদ লুঠ করে পালিয়েছে-সাবেক এমপি মিলন সুনামগঞ্জে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় তারুণ্য নির্ভর বিনির্মাণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটের লাক্কাতুরায় কোরবানীর অস্থায়ী পশুর হাট বসাতে স্থানীয় বিএনপি নেতারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একাধিক ডেভিলদের নিয়ে ঐক্য গড়েছেন। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামূলক-কৃষিজ বীজ,ফুল ও ফলের মেলা ও শিক্ষার্থীদের নিয়ে আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়। 
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় তারুণ্য নির্ভর বিনির্মাণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

নিজের দায়িত্ব নিজে নেব,তারুণ্যে স্বনির্ভর বাংলাদেশ গড়ব এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি(এপিএ) ২০২৪-২৫ এর আওতায় তারুণ্য নির্ভর বিনির্মাণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা তথ্য অফিস,গণ-যোগাযোগ অধিদপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার শুভ সুমন রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্ম ইলিয়াছ মিয়া।

 

 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল,অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহনুর আলম,সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ শতাব্দী ভট্রাচার্য্য,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,বাসসের প্রতিনিধি শাহজাহান চৌধুরী,একে মিলন আহমদ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জের আহবায়ক ইমন দোজ্জা আহমদ, বৈষম্যবিরোধী ছাত্রনেতা এনডি উসমান গণি,সাইমন মিয়া।

 

এছাড়াও উপস্থিত ছিলেন,নিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি মোঃ বুরহান উদ্দিন,ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি মোঃ জাকির হোসেন প্রমুখ।

 

 

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেছেন,বাঙ্গালী জাতি বীরের জাতি হিসেবে বার বার অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশটি আমাদের সকলের। কাজেই গত জুলাই বিপ্লবে তারুণ্যের চেতনায় ছাত্রজনতার আন্দোলনে যে বাংলাদেশটি নতুনভাবে যাত্রা শুরু করেছে সেই বাংলাদেশটি তারুণ্যে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে বহির্বিশে^ জায়গা দখল করে নিয়েছে। কাজেই নতুন প্রজন্মের তরুণ তরুণীরা আগামীর যে বাংলাদেশ গড়তে চলেছে সেখানে তথ্য প্রযুক্তিটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে কাংঙ্খিত সেই স্বঁপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এজন্য প্রতিটি দেশপ্রেমিক জনসাধারনকে তার স্ব স্ব জায়গা থেকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহবান জানান তিনি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ