শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

উলিপুরে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙ্গন রোধে মানববন্ধন এলাকাবাসীর

স্টাফ রিপোর্টার / ১১৮ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

কুড়িগ্রাম  প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর ভাঙন রোধে স্থানীয়দের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে মোল্লারহাট বাজারসংলগ্ন ভাঙনকবলিত এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভাঙনের শিকার কৃষক হাকিমুদ্দিন ফকির, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া, ৪নং ইউপি সদস্য শফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড সদস্য জলিল মণ্ডল, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব আরিফ মণ্ডল, ডা. আমজাদ আলী, ব্যবসায়ী আব্দুল আজিজ ও আব্দুল মালেক প্রমুখ।

বক্তারা জানান, গত দুই বছরে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর ভাঙনে বালাডোবা, রসুলপুর, সরকার পাড়া, উত্তর বালাডোবা, মশালের চর, ব্যাপারীপাড়াসহ একাধিক গ্রামে অন্তত এক হাজার বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। একই সঙ্গে বিলীন হয়েছে প্রায় তিন শতাধিক একর আবাদি জমি ও একাধিক গ্রামীণ সড়ক।

ভাঙনের ঝুঁকিতে রয়েছে রসুলপুর মারকাজ জামে মসজিদ, আলহাজ্ব রোস্তম আলী নূরানি হাফেজিয়া মাদ্রাসা, ঈদগাহ মাঠ, বেগম নুরুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুদির কুটি উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ ভবন ও মোল্লারহাট বাজার সংলগ্ন কড্ডার মোড়। বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত কার্যকর ও স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা না নেওয়া হলে পুরো ইউনিয়ন নদীতে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয়রা সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ